নিউজ ডেস্ক: চাকরিহারা শিক্ষাকর্মীদের নিয়ে বড় ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাসে-মাসে দেওয়া হবে টাকা। এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন সিনিয়র আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। শিক্ষাকর্মীদের ভাতা ঘোষণা মানে বুঝতে হবে মুখ্যমন্ত্রী আদালতের রায়কে চ্যালেঞ্জ করছেন! এমনই মন্তব্য করলেন বিকাশ।
আইনজীবী তথা সিপিআইএম নেতা বিকাশরঞ্জন জানান, “রাজ্য যে রিভিউ পিটিশন করবে তার যে কোনও গ্রহণযোগ্যতা আছে সেটাই আমি মনে করি না। সরকারের পয়সায় যে কেউ রিভিউ ফাইল করতে পরেন। আর তিনি যে ভাতা দেওয়ার কথা বলেছেন, এটা একধরনের আদালত অবমাননা। রায়কে চ্যালেঞ্জ করা।”
তিনি আরও বলেন, “মমতা যদি বলেন ভাতা আমি সরকারের পক্ষ থেকে দিচ্ছি, তাহলে রাজ্যের যত জায়গায় যত কর্মী ছাঁটাই হয়েছে, সকলকে ভাতা দিন। আমার কোনও আপত্তি নেই। বাংলায় তো প্রায়ই এরকম ছাঁটাই হয়, উনিও সরকারের চুক্তিভিত্তিক কর্মচারীদের ছাঁটাই করছেন, তাঁদেরও ভাতা দিন।”
বাম জমানার কথা উল্লেখ করে বিকাশবাবু বলেন, একসময় যেমন ‘বেকার ভাতা’ চালু করা হয়েছিল, তেমনই মমতার সরকারও রাজ্যের বেকারদের জন্য ‘ভাতা’ চালুক করুক।
যোগ্য শিক্ষকদের ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিলেও গ্রুপ-সি ও গ্রুপ ডি কর্মীদের কাজ চালিয়ে দেওয়ার অনুমতি দেয়নি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। শনিবার ফোনে তাঁদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি গ্রুপ সি-গ্রুপ ডি কর্মীদের উদ্দেশ্যে বড় বার্তা দেন।
শনিবার ফোনে তাঁদের সঙ্গে কথা বলে মুখ্যমন্ত্রী গ্রুপ সি-গ্রুপ ডি কর্মীদের উদ্দেশ্যে বড় বার্তা দেন। চাকরিহারা এই সকল কর্মীদের মাসে-মাসে সাহায্যের কথা ঘোষণা মমতার। Group C-দের জন্য ২৫ হাজার টাকা ও Group D-দের জন্য ২০ হাজার টাকা দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও, মুখ্যমন্ত্রীর প্রস্তাবের প্রেক্ষিতে গ্রুপ সি, গ্রুপ ডি’র প্রতিনিধিরা জানান, “গ্রুপ সি ৩০ হাজার, গ্রুপ ডি’র ২৫ হাজার করা হোক।”