নিউজ ডেস্ক: এবার প্রাথমিক শিক্ষা পর্ষদকে আপেলেট কমিটি গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। দু’সপ্তাহের মধ্যে পর্ষদকে আপেলেট কমিটি তৈরি করতে নির্দেশ দেওয়া হল। সুরঞ্জনা মণ্ডল নামে তৃতীয় লিঙ্গভুক্ত এক শিক্ষিকার মামলায় সোমবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিংহ।
জানা গেছে, ওই শিক্ষিকা দক্ষিণ ২৪ পরগনার একটি প্রাথমিক স্কুলে কর্মরত। তিনি অভিযোগ করেছেন যে তাকে অবৈধ ভাবে তাঁকে বরখাস্ত করা হয়েছে। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ওই শিক্ষক। সেই মামলাতেই জানা যায় যে পর্ষদের কোনও আপেলেট কমিটি নেই। তার পরেই বিচারপতি নির্দেশ দেন, দু’সপ্তাহের মধ্যে ওই কমিটি তৈরি করে ওই শিক্ষিকার আবেদন খতিয়ে দেখে অভিযোগের নিষ্পত্তি করতে হবে। ১৮ সেপ্টেম্বর এই সংক্রান্ত তথ্য কোর্টে জমা দিতে বলা হয়েছে পর্ষদকে।
ওই শিক্ষিকার আইনজীবী আনন্দ ফার্মানিয়া ও পূজনকুমার মাইতি কোর্টে জানান, তাঁকে নিয়ম মেনে বরখাস্ত করা হয়নি। শিক্ষিকার অভিযোগ, মহার্ঘ ভাতা, নিয়োগ দুর্নীতি ও চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে প্রতিবাদে শামিল হয়েছিলেন তিনি। জেলা প্রাথমিক শিক্ষা সংসদ তদন্ত কমিটি গঠন করে তাঁকে প্রথমে সাসপেন্ড করে। ২০২৩-এর ডিসেম্বরে ছাঁটাই করা হয়।
শিক্ষিকার আরও অভিযোগ যে তিনি এই শাস্তির বিরুদ্ধে নিয়মমাফিক আবেদনের সুযোগও পাননি। যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদের দাবি, ওই শিক্ষিকা সময় মতো স্কুলে আসতেন না। অভিভাবকদের অভিযোগ আসার পরে পদক্ষেপ হয়েছে। পর্ষদের আইনজীবি আশ্বাস দিয়েছেন, আগামী সপ্তাহের মধ্যে কমিটি গঠন করে অভিযোগ খতিয়ে দেখা হবে।