BREAKING NEWS: এসএসসি রিভিউ খারিজ, ২৬,০০০ চাকরি বাতিল নিশ্চিত হতে চলেছে, জেনেনিন বিস্তারিত

4623
শিক্ষক সুপ্রিম কোর্ট

BREAKING NEWS: স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কান্ডে চাকরি বাতিলের ক্ষেত্রে বিরাট খবর সামনে এল। এসএসসি রিভিউ খারিজ, ২৬,০০০ চাকরি বাতিল নিশ্চিত হতে চলেছে! সুপ্রিম কোর্ট এসএসসি-র সব রিভিউ পিটিশন খারিজ করেছে বলে জানা গেছে।

আদালত জানিয়েছে, এই নিয়ে আগের রায়ই বহাল থাকবে। এর ফলে ২৬,০০০ চাকরি বাতিল হওয়া কার্যত নিশ্চিত হচ্ছে বলেই মনে করা হচ্ছে।

সোমবার শুনানিতে আইনজীবী ম্যানোকা গুরস্বামী বিষয়টি মেনশন করলে বেঞ্চ সাফ জানায়—“সব রিভিউ খারিজ।” SSC ২৬,০০০ চাকরি বাতিলের পর যোগ্যদের চাকরি ফেরানোর শেষ ভরসা ছিল সুপ্রিম কোর্টে মূল মামলার মূল রায়কে আর একবার পুনর্বিবেচনা করা। সেই পুনর্বিবেচনার আর্জি অর্থাৎ রিভিউ পিটিশন খারিজ হয়েছে বলেই খবর।

পড়ুন:  হাজার হাজার শিক্ষকরা অনেক টাকা বেতন কম পাচ্ছেন! শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি শিক্ষক সংগঠনের

এর আগে প্রাতিষ্ঠানিক দুর্নীতির তকমা দিয়ে যোগ্য অযোগ্য আলাদা করতে না পারার কারণ দেখিয়ে পুরো প্যানেল বাতিল করে দেশের সর্বোচ্চ আদালত। 

এরপর নতুন করে পরীক্ষা দিয়ে ফিরে আসা অনেক বড়ো চ্যালেঞ্জ হয়ে গেলো কর্মহারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের কাছে। পরীক্ষা নেওয়া যোগ্য প্রার্থীদের কাছে এটি বড় স্বস্তির খবর হলেও, চাকরি হারানোদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ল। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। আগামী ৭ এবং ১৪ সেপ্টেম্বর এসএসসি লিখিত পরীক্ষা নেবে নবম-দশম এবং একাদশ-দ্বাদশের নিয়োগের। দুই পরীক্ষার প্রস্তুতি নিয়ে বৈঠক ডাকলেন মুখ্য সচিব। দুই পরীক্ষা মিলিয়ে প্রায় ৫ লক্ষ ৮০ হাজার পরীক্ষার্থী গোটা রাজ্যে পরীক্ষা দেবে।

পড়ুন:  BIG NEWS: SSC ২৬ হাজার চাকরি বাতিলে রায় পুনর্বিবেচনা চেয়ে সুপ্রিম কোর্টে রাজ্য এবং এসএসসি, বড় খবর এল

এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, “এসএসসি ২০১৬-এর রিভিউ পিটিশন বাতিল হয়ে গেল! নিরপরাধ শিক্ষক-শিক্ষা কর্মীরা প্রকৃত বিচার পেল না! এদের প্রত্যেকের সম্পূর্ণ দায়ভার রাজ্য সরকারকে নিতে হবে। এই দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ আরও তীব্র আন্দোলন গড়ে উঠবে।”

পড়ুন:  SSC শিক্ষক নিয়োগ: স্কুলে স্কুলে পৌঁছে গেল সুপারিশ পত্র, আপার প্রাইমারি নিয়োগ নিয়ে বড় খবর সামনে এল

এদিকে, রিভিউ পিটিশন খারিজ হলেও যোগ্য চাকরিপ্রার্থীরা জানিয়েছেন যে তারা তাদের আইনি লড়াই চালিয়ে যাবেন। স্পেশাল লিভ পিটিশন (SLP) এবং অন্যান্য আইনি পথ খতিয়ে দেখা হচ্ছে।