Home Blog Page 67

অবৈধ ভাবে তাঁকে বরখাস্ত করা হয়েছে: শিক্ষিকা, সময় মতো স্কুলে আসতেন না: পর্ষদ, যে নির্দেশ দিল হাইকোর্ট

কলকাতা হাইকোর্ট শিক্ষক নিয়োগ

কলকাতা হাইকোর্ট

নিউজ ডেস্ক: এবার প্রাথমিক শিক্ষা পর্ষদকে আপেলেট কমিটি গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। দু’সপ্তাহের মধ্যে পর্ষদকে আপেলেট কমিটি তৈরি করতে নির্দেশ দেওয়া হল। সুরঞ্জনা মণ্ডল নামে তৃতীয় লিঙ্গভুক্ত এক শিক্ষিকার মামলায় সোমবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিংহ।

জানা গেছে, ওই শিক্ষিকা দক্ষিণ ২৪ পরগনার একটি প্রাথমিক স্কুলে কর্মরত। তিনি অভিযোগ করেছেন যে তাকে অবৈধ ভাবে তাঁকে বরখাস্ত করা হয়েছে। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ওই শিক্ষক। সেই মামলাতেই জানা যায় যে পর্ষদের কোনও আপেলেট কমিটি নেই। তার পরেই বিচারপতি নির্দেশ দেন, দু’সপ্তাহের মধ্যে ওই কমিটি তৈরি করে ওই শিক্ষিকার আবেদন খতিয়ে দেখে অভিযোগের নিষ্পত্তি করতে হবে। ১৮ সেপ্টেম্বর এই সংক্রান্ত তথ্য কোর্টে জমা দিতে বলা হয়েছে পর্ষদকে।

ওই শিক্ষিকার আইনজীবী আনন্দ ফার্মানিয়া ও পূজনকুমার মাইতি কোর্টে জানান, তাঁকে নিয়ম মেনে বরখাস্ত করা হয়নি। শিক্ষিকার অভিযোগ, মহার্ঘ ভাতা, নিয়োগ দুর্নীতি ও চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে প্রতিবাদে শামিল হয়েছিলেন তিনি। জেলা প্রাথমিক শিক্ষা সংসদ তদন্ত কমিটি গঠন করে তাঁকে প্রথমে সাসপেন্ড করে। ২০২৩-এর ডিসেম্বরে ছাঁটাই করা হয়।

শিক্ষিকার আরও অভিযোগ যে তিনি এই শাস্তির বিরুদ্ধে নিয়মমাফিক আবেদনের সুযোগও পাননি। যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদের দাবি, ওই শিক্ষিকা সময় মতো স্কুলে আসতেন না। অভিভাবকদের অভিযোগ আসার পরে পদক্ষেপ হয়েছে। পর্ষদের আইনজীবি আশ্বাস দিয়েছেন, আগামী সপ্তাহের মধ্যে কমিটি গঠন করে অভিযোগ খতিয়ে দেখা হবে।

SSC ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি ফের পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে, জেনেনিন আপডেট

স্কুল সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগ

নিউজ ডেস্ক: SSC ২৬ হাজার চাকরি বাতিল সংক্রান্ত বহু প্রতীক্ষিত মামলার শুনানি ফের পিছিয়ে গেল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মামলাটি আজ ওঠার কথা ছিল। তবে অনিবার্য কারণে এটি পিছিয়ে গেল। এই মামলাটির দিকে তাকিয়ে আছে গোটা রাজ্য।

সুপ্রিম কোর্টে SSC 2016 নিয়োগ মামলার শুনানির সম্ভাব্য তারিখ ছিল 03/09/2024। মামলাটি সুপ্রিম কোর্টের দেওয়া তথ্য অনুযায়ী ৬ নম্বরে ছিল। যদিও শুনানি পিছিয়ে গেল। সুপ্রিম কোর্টে SSC মামলার তারিখ আবার পরিবর্তন, ৫ তারিখ হবে এই মামলার শুনানি। জানা যাচ্ছে প্রধান বিচারপতির শারীরিক অসুস্থতার কারণে শুনানি পিছিয়ে গেল। আগামী ৫ তারিখ এই মামলা পুনরায় লিস্টেড হয়েছে।

আগেই স্ক্রুটিনি করে অযোগ্যদের তালিকা তৈরি করে আদালতে জমা করেছে এসএসসি। এই তালিকা অনুযায়ী, চারটি ক্যাটাগরির মোট অযোগ্য চাকরি ১৪৬১। এই ১৪৬১ চাকরির কোনওটাই সুপারিশ করেনি SSC। ১৪৬১ জনের নাম, রোল নম্বর সুপ্রিম কোর্টে জমা করে অযোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টকে গ্রহণ করার আবেদন জানিয়েছে এসএসসি। এর পাশাপাশি OMR কারচুপি / বিকৃতি করার তথ্যও আছে।

সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ লিখিতভাবে জানিয়েছে, নিয়োগ ও সুপারিশের মধ্যে যে গরমিল, তার কারণ নিজেদের মধ্যে বোঝাপড়া না থাকা। পর্ষদ জানিয়েছিল, সঠিক শূন্যপদের তথ্য না থাকার জন্যই বিভ্রান্তি তৈরি হয়েছে। তাতেই একই ভ্যাকান্সিতে একাধিক নিয়োগের সুপারিশপত্র দেওয়া হয়েছে। একাধিক নিয়োগ হয়েছে। তবে সুপ্রিম কোর্টে আদৌ মধ্যশিক্ষা পর্ষদের এই যুক্তি ধোপে টেকে কিনা, সেদিকে নজর রাখতে হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার এসএসসিতে চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে। তার আগেই সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দেয় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। ৩ অগাস্ট মধ্য শিক্ষা পর্ষদ ৬ পাতার রিপোর্ট জমা দিয়ে দাবি করেছে, মোট ২৫,৮৪৪ জনকে চাকরি দেওয়া হয়েছিল। যার মধ্যে নবম-দশমে ১৩০৫৬। একাদশ-দ্বাদশে সহকারি শিক্ষক পদে চাকরি ৫৭৫৭ দেওয়া হয়েছিল। এছাড়াও গ্রুপ-ডি পদে ৪৫৪৭ ও গ্রুপ-সি পদে ২৪৮৪ জনকে চাকরি দেওয়া হয়েছিল।

SSC: ‘আমাদের লক্ষ্য…’, শিক্ষক নিয়োগ নিয়ে বড় মন্তব্য করলেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার

স্কুল সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগ

স্কুল সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগ

নিউজ ডেস্ক: খুব ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধা তালিকা আগামী সপ্তাহে প্রকাশিত হবে। এমনটাই জানিয়েছে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। এর ফলে আশা করা হচ্ছে শীঘ্রই স্কুলে নতুন শিক্ষক যোগদান করবেন।

কলকাতা হাইকোর্ট মেধাতালিকা প্রকাশের জন্য ৪ সপ্তাহ সময় দিয়েছিল। তবে কলকাতা হাইকোর্টের দেওয়া সময়সীমার অনেক আগেই উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশ করতে চাইছে স্কুল সার্ভিস কমিশন। চার সপ্তাহ নয়, দু’সপ্তাহের মাথায় ১৪ হাজারেরও বেশি প্রার্থীর তালিকা আগামী সপ্তাহের শেষে প্রকাশ করা হবে।

এই বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, ‘আমাদের লক্ষ্য আগামী সপ্তাহের মধ্যেই মেধা তালিকা প্রকাশ করা।’

উচ্চ প্রাথমিকে ঘোষিত শূন্যপদ রয়েছে ১৪,৩৩৯টি। তবে, মোট প্রার্থী রয়েছেন ১৪,০৪২ জন। তবে, যোগ্য প্রার্থীর সংখ্যা তার চেয়ে অনেকটাই কম। ফলে অধিকাংশই চাকরি পেয়ে যাবেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তবে, বিষয়, মিডিয়াম এবং অন্যান্য সমস্যার কারণে কিছু প্রার্থী বাতিল হতে পারে বলেই জানাযাচ্ছে কমিশন সূত্রে। তবে, চূড়ান্ত তালিকার পরেই সেই ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। 

Assistsnt Professor: বেশ কিছু বিষয়ে শিক্ষক নিয়োগ করছে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়, ইন্টার্ভিউ দিয়ে চাকরি

Assistant Professor Recruitment

সহকারী অধ্যাপক নিয়োগ

Assistant Professor Recruitment: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ হবে। প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিসট্যান্ট প্রফেসর পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন।

বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয় পড়ানোর জন্য বিবিধ পদে শিক্ষক নিয়োগ করা হবে। নিযুক্তদের বিশ্ববিদ্যালয়ের নানা ফ্যাকাল্টি ছাড়াও বিশ্ববিদ্যালয় অধীনস্থ স্কুলগুলিতে পড়াতে হবে। এর জন্য অনলাইন এবং অফলাইন— উভয় মাধ্যমেই আবেদনপত্র জমা নেওয়া হবে।

শূন্যপদ

বিশ্ববিদ্যালয় অধীনস্থ জেভিয়ার বিজ়নেস স্কুল, জেভিয়ার ল’ স্কুল, ফ্যাকাল্টি অফ কমার্স অ্যান্ড ম্যানেজমেন্ট, ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল স্টাডিজ়-এ নিযুক্তদের ম্যানেজমেন্ট, আইন, বাণিজ্য, মাস কমিউনিকেশন এবং ইংরেজি মতো বিষয়গুলি পড়াতে হবে।

বয়স

প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিসট্যান্ট প্রফেসর পদে আবেদনের জন্য প্রার্থীদের সর্বাধিক বয়স হতে হবে যথাক্রমে ৫৫, ৫০ এবং ৪৫ বছর। তবে সংরক্ষিত প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় আছে।

বেতন

প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিসট্যান্ট প্রফেসর পদে নিযুক্তদের পারিশ্রমিক হবে যথাক্রমে ১,৪৪,২০০ টাকা, ১,৩১,৪০০ টাকা এবং ৫৭,৭০০ টাকা প্রতি মাসে। এ ছাড়াও অন্যান্য সুযোগসুবিধা মিলবে।

শিক্ষাগত যোগ্যতা

প্রতি পদে আবেদনের জন্য ইউজিসি (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) নির্ধারিত নিয়ম মেনেই যোগ্যতা থাকতে হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী চাকরি প্রার্থীরা বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে পারেন। এর পর আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানাতেও ডাকযোগে পাঠিয়ে দিতে হবে। অনলাইন এবং অফলাইনে আবেদনের শেষ দিন যথাক্রমে ১৫ এবং ১৮ সেপ্টেম্বর। সমস্ত পদে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে শিক্ষক পদে নিয়োগ করা হবে।

Big News: শূন্যপদ ১৪,৩৩৯টি, মোট চাকরি প্রার্থী ১৪,০৪২, শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ নিয়ে বড় খবর

এসএসসি SSC শিক্ষক

স্কুল সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগ

নিউজ ডেস্ক: খুব ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধা তালিকা আগামী সপ্তাহে প্রকাশিত হবে। এমনটাই জানিয়েছে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার।

কলকাতা হাইকোর্ট মেধাতালিকা প্রকাশের জন্য ৪ সপ্তাহ সময় দিয়েছিল। তবে কলকাতা হাইকোর্টের দেওয়া সময়সীমার অনেক আগেই উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশ করতে চাইছে স্কুল সার্ভিস কমিশন। চার সপ্তাহ নয়, দু’সপ্তাহের মাথায় ১৪ হাজারেরও বেশি প্রার্থীর তালিকা আগামী সপ্তাহের শেষে প্রকাশ করা হবে।

এই বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, ‘আমাদের লক্ষ্য আগামী সপ্তাহের মধ্যেই মেধা তালিকা প্রকাশ করা।’

উচ্চ প্রাথমিকে ঘোষিত শূন্যপদ রয়েছে ১৪,৩৩৯টি। তবে, মোট প্রার্থী রয়েছেন ১৪,০৪২ জন। তবে, যোগ্য প্রার্থীর সংখ্যা তার চেয়ে অনেকটাই কম। ফলে অধিকাংশই চাকরি পেয়ে যাবেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তবে, বিষয়, মিডিয়াম এবং অন্যান্য সমস্যার কারণে কিছু প্রার্থী বাতিল হতে পারে বলেই জানাযাচ্ছে কমিশন সূত্রে। তবে, চূড়ান্ত তালিকার পরেই সেই ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।

এদিকে, আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ক্যাভিয়েট  আবেদন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রীম কোর্টে। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে তৎপর SSC, এরই মধ্যে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল স্কুল সার্ভিস কমিশনের। নতুন করে যাতে মামলা হয়ে নিয়োগ প্রক্রিয়া ভেস্তে  না যায়, তার জন্যই এটা করল এসএসসি। কমিশন চাইছে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে নতুন করে মামলা হলেও যেন কমিশনের কথা শোনে সুপ্রিম কোর্ট। তার জন্যই এই ক্যাভিয়েট দাখিল।

শিক্ষক নিয়োগ বিতর্কের আবহেই প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করল পর্ষদ

প্রাথমিক শিক্ষক নিয়োগ

প্রাথমিক শিক্ষক নিয়োগ

শিক্ষক নিয়োগ: প্রথমিকে শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিশ দিয়েছে প্রাথমিক শিক্ষক পর্ষদ।নিয়োগ (Teacher recruitment) সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি পর্ষদের। নোটিশ জারি করে বলা হয়েছে, ২০২২ সালের যে নিয়োগ প্রক্রিয়ার আয়োজন করা হয়েছিল তার উপর ভিত্তি করে ইতিমধ্যেই জেলাওয়ারী প্যানেল লিস্ট প্রকাশ করা হয়েছে। সেই লিস্ট অনুযায়ীই শিক্ষক শিক্ষিকাদের নিয়োগ করা হবে।

গত ২৭ তারিখ এই বিষয়ক বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে নির্দিষ্ট তালিকাভুক্ত চাকরিপ্রার্থীদের পছন্দমত জেলায় গিয়ে জেলা শিক্ষা অধিকর্তার সঙ্গে যোগাযোগ করতে। ইতিমধ্যে কাউন্সিলিংয়ে প্রাপ্ত প্রার্থীদের লিস্ট ডিপিএসসিতে পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্বারা আয়োজিত ২০২২ সালের নিয়োগ প্রক্রিয়ায় অর্থাৎ টেট ২০২২ সালে অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের জেলাওয়ারী প্যানেল লিস্ট ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যা কিনা রাজ্য স্তরে আয়োজিত গত ২১ আগস্ট, ২০২৪ এবং ২২ আগস্ট, ২০২৪ তারিখের কাউন্সিলিং এর ভিত্তিতে হয়েছে।

যে সকল চাকরিপ্রার্থীরা কাউন্সিলিংয়ের সময় নিজেদের পছন্দমত জেলা নির্বাচন করেছিলেন তাদের নির্বাচিত জেলার জেলা শিক্ষা অধিকর্তার সঙ্গে গিয়ে যোগাযোগ করার কথা বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। প্রাথমিক শিক্ষা পর্ষদ তরফে ২০২২ সালের প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত এই বিজ্ঞপ্তি সামনেই আসতেই খুশিতে ভাসছেন যোগ্য প্রার্থীরা।

রাজ্যের এই পদক্ষেপের মাধ্যমে দীর্ঘ ২ বছর পর অবশেষে নিয়োগ (Teacher recruitment) পেতে চলেছেন ২০২২ সালের এই চাকরিপ্রার্থীরা। রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক পদে খরা কাটতে চলেছে।

BIG NEWS: SSC | Supreme Court | উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে তৎপর এসএসসি, সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল

স্কুল সার্ভিস কমিশন

স্কুল সার্ভিস কমিশন

SSC শিক্ষক নিয়োগ: উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে ইতিমধ‍্যেই ছাড়পত্র দিয়েছে কলকাতা  হাইকোর্ট। উচ্চ প্রাথমিকে প্রায় ১৪ হাজার শূন্যপদের নিয়োগ প্রক্রিয়ায় নতুন করে মেধাতালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের নির্দেশের পরেই নিয়োগে তৎপর সুতি করেছে স্কুল সার্ভিস কমিশন।

বুধবার কলকাতা হাইকোর্টের নির্দেশ জারি হয়েছে। নিয়োগ সংক্রান্ত বৈঠকে স্কুল সার্ভিস কমিশনের আধিকারিকরা। স্কুল সার্ভিস কমিশন সূত্র অনুযায়ী, দু সপ্তাহের মধ্যেই প্যানেল প্রকাশের লক্ষ্যমাত্রা। হাইকোর্টের নির্দেশের কয়েকটি অংশ আরও বিশদে আদালতের কাছে জানতে চাইবে এসএসসি।

এরই মধ্যে নিয়োগ প্রক্রিয়া ফের আইনি জটে জড়াতে চলেছে। আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ক্যাভিয়েট  আবেদন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রীম কোর্টে। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে তৎপর SSC, এরই মধ্যে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল স্কুল সার্ভিস কমিশনের। নতুন করে যাতে মামলা হয়ে নিয়োগ প্রক্রিয়া ভেস্তে  না যায়, তার জন্যই এটা করল এসএসসি। কমিশন চাইছে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে নতুন করে মামলা হলেও যেন কমিশনের কথা শোনে সুপ্রিম কোর্ট। তার জন্যই এই ক্যাভিয়েট দাখিল। যদিও চাকরি প্রার্থীদের একাংশ আশঙ্কা প্রকাশ করছেন যে আরও একবার আপার প্রাইমারীতে নিয়োগ জট হতে পারে।

প্রসঙ্গত, উচ্চ প্রাথমিক নিয়োগের জন্য SSC টেট বিজ্ঞপ্তি দিয়েছিল ২০১৫ সালের অগাস্ট মাসে। সেই সময় ৭-৮ লাখ পরীক্ষার্থী বসেন টেটে। ২০১৫ সালেই ফল প্রকাশ হয় উচ্চ প্রাথমিক টেটের। এসএসসি উচ্চ প্রাথমিক নিয়োগের বিজ্ঞপ্তি দেয় ২৩.০৯.২০১৬ তারিখে। ১৪৩৩৯ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

২০১৬ সালে টেট ফলপ্রকাশ হয় আর নিয়োগের জন্য ভেরিফিকেশন হয় ২০১৯ সালে। এ নিয়ে একগুচ্ছ অভিযোগে মামলা হয় হাইকোর্টে। অভিযোগ ওঠে, ফর্ম ফিলাপ না করেই, টেটের নম্বর বাড়িয়ে ইন্টারভিউতে ডাকা হয়েছে। যদিও শেষ পর্যন্ত নিয়োগের পক্ষেই রায় দেয় কলকাতা হাইকোর্ট।

Assistant Professor: 2424 শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগের আবেদনের আজই শেষদিন, জেনেনিন এক্ষুনি

Assistant Professor Recruitment

সহকারী অধ্যাপক নিয়োগ

Assistsnt Professor Recruitment: হরিয়ানা পাবলিক সার্ভিস কমিশন (HPSC) আজ, 2 সেপ্টেম্বর, হরিয়ানার উচ্চ শিক্ষা বিভাগে বিভিন্ন বিষয়ে 2424 সহকারী অধ্যাপক (কলেজ ক্যাডার) পদে নিয়োগের জন্য অনলাইন আবেদন উইন্ডো বন্ধ করবে। আগ্রহী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট hpsc.gov.in-এ পদগুলির জন্য আবেদন করতে পারেন।

আবেদনকারীরা শূন্যপদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, বেতন স্কেল সহ অন্যান্য বিবরণ নীচের বিজ্ঞপ্তিতে থেকে পরীক্ষা করে নিতে পারেন।

আবেদন ফি

অসংরক্ষিত, ওবিসি বিভাগের পুরুষ আবেদনকারীদের এবং অন্যান্য সমস্ত রাজ্যের পুরুষ প্রার্থীদের 1000 টাকা ফি দিতে হবে, যেখানে অসংরক্ষিত বিভাগের মহিলা প্রার্থীরা, অন্যান্য সমস্ত রাজ্যের মহিলা প্রার্থী, SC/BC-A-এর পুরুষ/মহিলা প্রার্থীরা / BC-B/ হরিয়ানার ESM ক্যাটাগরির 250 টাকা ফি দিতে হবে।

সহকারী অধ্যাপক পদে আবেদনের ধাপ

অফিসিয়াল ওয়েবসাইট hpsc.gov.in দেখুন

হোমপেজে, বিজ্ঞাপন ট্যাবে যান

সহকারী অধ্যাপক নিবন্ধন লিঙ্কে ক্লিক করুন

নিবন্ধন করুন এবং আবেদন প্রক্রিয়ার সাথে এগিয়ে যান

ফর্মটি পূরণ করুন, ফি প্রদান করুন এবং ফর্ম জমা দিন

ভবিষ্যতের রেফারেন্সের জন্য একটি প্রিন্টআউট নিন

Here’s the deferment notification.

Here’s the official notification.

WBSSC: এসএসসি ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি নিয়ে গুরুত্বপুর্ন তথ্য জানা গেল, জেনেনিন আপডেট

স্কুল সার্ভিস কমিশন

স্কুল সার্ভিস কমিশন

আপডেট: সুপ্রিম কোর্টে SSC মামলার তারিখ আবার পরিবর্তন ৫ তারিখ হবে মামলা। জানা যাচ্ছে প্রধান বিচারপতির শারীরিক অসুস্থতার কারণে শুনানি পিছিয়ে গেল। আগামী ৫ তারিখ এই মামলা পুনরায় লিস্টেড হয়েছে। এই ব্যাপারে পরিপূর্ণ তথ্য পেলে আপনাদের দেওয়া হবে।

নিউজ ডেস্ক: আগামীকাল অর্থাৎ মঙ্গলবার ২৬ হাজার চাকরি বাতিল সংক্রান্ত বহু প্রতীক্ষিত মামলা উঠতে চলেছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মামলাটি উঠবে। এই মামলাটির দিকে তাকিয়ে আছে গোটা রাজ্য।

সুপ্রিম কোর্টে SSC 2016 নিয়োগ মামলার শুনানির সম্ভাব্য তারিখ 03/09/2024. মামলাটি সুপ্রিম কোর্টের দেওয়া তথ্য অনুযায়ী ৬ নম্বরে আছে। যদিও গত শুনানিতে মামলাটি দুই নম্বরে থাকলেও সময়ের অভাবে শুনানি হয়নি।

আগেই স্ক্রুটিনি করে অযোগ্যদের তালিকা তৈরি করে আদালতে জমা করেছে এসএসসি। এই তালিকা অনুযায়ী, চারটি ক্যাটাগরির মোট অযোগ্য চাকরি ১৪৬১। এই ১৪৬১ চাকরির কোনওটাই সুপারিশ করেনি SSC। ১৪৬১ জনের নাম, রোল নম্বর সুপ্রিম কোর্টে জমা করে অযোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টকে গ্রহণ করার আবেদন জানিয়েছে এসএসসি। এর পাশাপাশি OMR কারচুপি / বিকৃতি করার তথ্যও আছে।

সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ লিখিতভাবে জানিয়েছে, নিয়োগ ও সুপারিশের মধ্যে যে গরমিল, তার কারণ নিজেদের মধ্যে বোঝাপড়া না থাকা। পর্ষদ জানিয়েছিল, সঠিক শূন্যপদের তথ্য না থাকার জন্যই বিভ্রান্তি তৈরি হয়েছে। তাতেই একই ভ্যাকান্সিতে একাধিক নিয়োগের সুপারিশপত্র দেওয়া হয়েছে। একাধিক নিয়োগ হয়েছে। তবে সুপ্রিম কোর্টে আদৌ মধ্যশিক্ষা পর্ষদের এই যুক্তি ধোপে টেকে কিনা, সেদিকে নজর রাখতে হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার এসএসসিতে চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে। তার আগেই সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দেয় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। ৩ অগাস্ট মধ্য শিক্ষা পর্ষদ ৬ পাতার রিপোর্ট জমা দিয়ে দাবি করেছে, মোট ২৫,৮৪৪ জনকে চাকরি দেওয়া হয়েছিল। যার মধ্যে নবম-দশমে ১৩০৫৬। একাদশ-দ্বাদশে সহকারি শিক্ষক পদে চাকরি ৫৭৫৭ দেওয়া হয়েছিল। এছাড়াও গ্রুপ-ডি পদে ৪৫৪৭ ও গ্রুপ-সি পদে ২৪৮৪ জনকে চাকরি দেওয়া হয়েছিল।

স্থায়ী শূন্যপদে দ্রুত নিয়োগ চাই, আরজিকর কান্ডে দোষীদের শাস্তি দিতেই হবে! হবে কলকাতার রাজপথ দখল

স্থায়ী শূন্যপদে দ্রুত নিয়োগ চাই, আরজিকর কান্ডে দোষীদের শাস্তি

স্থায়ী শূন্যপদে দ্রুত নিয়োগ চাই, আরজিকর কান্ডে দোষীদের শাস্তি
নিউজ ডেস্ক: ফের পথে নামছেন রাজ্যের চাকরি প্রার্থীরা। সমস্ত সরকারি স্থায়ী শূন্যপদে দ্রুত নিয়োগ ও বয়স সীমা বৃদ্ধির দাবিতে আরজিকর কান্ডের নৃশংসতার প্রতিবাদে ও কর্ম ক্ষেত্রে নারী সুরক্ষার দাবিতে বাংলার যুব সমাজ কলকাতার রাজপথ দখল করতে চলছে। রাজ্যে নিয়োগ প্রক্রিয়া ক্রমেই অনিয়মিত হয়ে পড়ছে।

দীর্ঘদিন স্কুল সার্ভিস কমিশনের নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। অন্যান্য নিয়োগও ক্রমে ক্রমে আসছে। এই অবস্থায় ফের আন্দোলনে নামছে বিভিন্ন সংগঠন।

WBP/KP যৌথ মঞ্চ অল বেঙ্গল ২০২২ টেট পাস
ডি.এল.এড. অ্যাসোসিয়েশন WB SSC – SLST, Gr- C/D একতা মঞ্চ, WBPSC Anti-corruption Student Unity, নার্সিং বিভাগ, সরকারি নিয়োগ থেকে বঞ্চিত Dentist চিকিৎসক, স্পেশাল এডুকেটর চাকরি প্রার্থী, রাজ্য হোমিওপ্যাথি মঞ্চ, পশ্চিমবঙ্গ শারীরশিক্ষা ঐক্য পরিষদ,ICDS, মাদ্রাসা চাকরি প্রার্থী, ফায়ার অপারেটর
ফার্মাসিস্ট চাকরি, প্রার্থী মেডিক্যাল টেকনিশিয়ান হেলথ্ ফেসিলিটি ম্যানেজোর, কলেজ সার্ভিস কমিশনেরর বঞ্চিত চাকরি প্রার্থী, WBSEDCL চাকরি প্রার্থী, বঞ্চিত শিক্ষকগণ,N.S.D.P, বঞ্চিত শিক্ষকগণ N.S.Q.F, লাইব্রেরিয়ান ছাড়াও বিভিন্ন সংগঠন একযোগে পথে নামতে চলছে।

এছাড়া এই আন্দোলনের সঙ্গে যোগ দিচ্ছেন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকেরা। আগামিকাল ৩রা সেপ্টেম্বর, ২০২৪ (মঙ্গলবার), শিয়ালদহ থেকে বিক্ষোভ মিছিল শুরু হবে। দলে দলে এই রাজপথ দখল কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান হয়েছে।