নিউজ ডেস্ক: পেশ হল রাজ্য বাজেট। আজ বেলা চারটে নাগাদ এই বাজেট পেশ করা হল । তার আগে সাড়ে তিনটের সময় সাধারণ ক্যাবিনেট এবং পৌনে চারটে নাগাদ বিশেষ ক্যাবিনেট বৈঠক হয়। বিশেষ ক্যাবিনেটে এই বাজেট পেশ করা হয়। বিধানসভায় বাজেট পাঠ করলেন অর্থ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিধানসভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হল।
মহার্ঘ ভাতা বৃদ্ধি পেল চার শতাংশ। বাজেট পেশের সময়ে ঘোষণা করলেন চন্দ্রিমা। বকেয়া আছে ৩৯ শতাংশ, কিন্তু ঘোষনা করা হল মাত্র ৪ শতাংশ। চার শতাংশ DA 1st এপ্রিল, 2025 থেকে কার্যকর হবে।
এই নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, “৩৯% (কিছুদিন পরে আরো বাড়বে) বকেয়ার জায়গায় মাত্র ৪% ডিএ ঘোষণা ভিক্ষা দেওয়ার সমান। শিক্ষক, সরকারি কর্মচারী বিরোধী এই সরকারকে ধিক্কার। এদিকে সুপ্রিম কোর্টে ডিএ মামলার দ্রুত শুনানি ও নিষ্পত্তির দাবী জানিয়ে সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে গণমেল কর্মসূচি চলছে। আমরা চাই দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন এবং এআইসিপিআই অনুযায়ী কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা।”
প্রত্যাশা ছিলই, তবে তা কিছুটা পূরণ করে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বুধবার বাজেট বক্তৃতায় সরকারি কর্মচারীদের জন্য চার শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) ঘোষণা করলেন। এর ফলে তা বেড়ে দাঁড়াল ১৮ শতাংশ। চন্দ্রিমা জানিয়েছেন ১ এপ্রিল থেকে বর্ধিত হারে ডিএ কার্যকর হবে।
এবারের বাজেট ২০২৬ এর বিধানসভা ভোটের আগে সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। ফলে যে উন্নয়নের স্লোগান তুলে শাসক দল ভোটের লড়ে সেই উন্নয়নের কোন কোন দিকে এই বাজেটে সরকার নজর দেয় সেই দিকে সবার লক্ষ্য ছিল। রাজ্য সরকারি কর্মীরা মহার্ঘ ভাতার ঘোষণার অপেক্ষায় ছিলেন।
অন্যদিকে রাস্তা, পানীয় জল, মাদ্রাসা উন্নয়ন সহ একাধিক ক্ষেত্রে সরকার কি ভাবছে তাও স্পষ্ট হয় এই বাজেটে। এই বাজেটে সাধারণ মানুষের বিশেষ কৌতুহল ছিল লক্ষী ভান্ডার এবং সরকারি কর্মচারীদের ডিএ প্রসঙ্গে কোন ঘোষণা হয় কিনা সেদিকেও। বুধবার ডিএ ৪ শতাংশ বাড়িয়ে ১৮ শতাংশ করার ঘোষণা করল নবান্ন।