Big News: উচ্চ প্রাথমিকে ১৪০৫২ শিক্ষক নিয়োগ ছিল পাকা, এবার সুপ্রিম কোর্টে মামলা, নিয়োগ কি হবে?

ফের মামলার গেরোয় উচ্চপ্রাথমিকের ১৪০৫২ পদে শিক্ষক নিয়োগ। ফের সুপ্রিম কোর্টে গড়ালো নিয়োগ মামলার জল। কলকাতা হাইকোর্টের নির্দেশে উচ্চ প্রাথমিকে ১৪০৫২ নিয়োগ একরকম পাকা ছিল, এরই মধ্যে ফের

248
এসএসসি SSC শিক্ষক

আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ: ফের মামলার গেরোয় উচ্চপ্রাথমিকের ১৪০৫২ পদে শিক্ষক নিয়োগ। ফের সুপ্রিম কোর্টে গড়ালো নিয়োগ মামলার জল। কলকাতা হাইকোর্টের নির্দেশে উচ্চ প্রাথমিকে ১৪০৫২ নিয়োগ একরকম পাকা ছিল, এরই মধ্যে ফের মামলায় ঝুলে গেল নিয়োগ। সুপ্রিম কোর্টের দ্বারস্থ বঞ্চিত চাকরি প্রার্থীরা।

এর আগে প্রায় ৮ বছর পর উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ মামলার কেটেছিল জট। ১৪ হাজার ৫২টি পদে নিয়োগে সবুজ সঙ্কেত দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আদলত বলেছিল চার সপ্তাহের মধ্যে নতুনকরে মেধাতালিকা প্রকাশ করতে হবে। আরও চার মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই অবস্থায় বেশ কিছু বঞ্চিত চাকরি প্রার্থী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন।

সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন একাধিক বঞ্চিত প্রার্থীর। মূলত তিনটি অভিযোগ তুলে মামলা করা হয়েছে। নিয়োগে অনিয়ম, সংরক্ষণ নীতি লঙ্ঘন, আপডেট শূন্যপদে নিয়োগের দাবি করা হয়েছে। কেন অনিয়ম নিয়ে ১৪০৫২ শূন্যপদে নিয়োগ, সেই প্রশ্ন তুলে মামলা করা হল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে মামলা দায়ের করল রাজীব ব্রহ্ম সহ একাধিক বঞ্চিত চাকরি প্রার্থী।

১৪ হাজার ৫২টি পদে শিক্ষক নিয়োগে সবুজ সঙ্কেত দিয়েছিল কলকাতা হাইকোর্ট। মেধাতালিকা থেকে বাদ ১ হাজার ৪৬৩ যুক্ত করে নতুন মেধা তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়। ১৪ হাজার ৫২ জনের মেধাতালিকা প্রকাশ করতে নির্দেশ দেওয়া হয় SSC-কে। আগামী চার সপ্তাহের মধ্যে এই কাজ সম্পূর্ণ করতে হবে। পরের চার সপ্তাহে কাউন্সেলিংয়ের কাজ সম্পূর্ণ করার নির্দেশও দেওয়া হয়েছিল। আগেই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দায়ের করেছিল এসএসসি। এবার মামলা দায়ের বঞ্চিত চাকরি প্রার্থীদের।

পড়ুন:  Assistant Professor: রাঁচি বিশ্ববিদ্যালয় সহকারী অধ্যাপক নিয়োগ করবে