নিউজ ডেস্ক: নতুন করে পরীক্ষায় বসার দাবি নিয়ে ফের মামলা হল কলকাতা হাইকোর্টে। SSC-র তালিকা প্রকাশের পরই হাই কোর্টে মামলা ‘দাগি’দের একাংশের। বিচারপতি সৌমেন ভট্টাচার্যর এজলাসে শুনানির হবে বলে জানা যাচ্ছে। মঙ্গলবার শুনানির সম্ভাবনা রয়েছে।
সোমবার কলকাতা হাই কোর্টে এই মর্মে মামলা দায়ের করেছেন প্রায় সাড়ে ৩০০ ‘অযোগ্য’ প্রার্থী। তাঁদের মূল দাবি, আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর নতুন নিয়োগের জন্য যে পরীক্ষা নেওয়া হবে, তাতে বসতে চান। এসএসসি নিয়ম মেনে ‘দাগি’দের তালিকা প্রকাশ করেনি, এই অভিযোগ তুলে পরীক্ষায় বসার দাবি জানিয়েছেন তাঁরা। হাই কোর্ট মামলাটি গ্রহণ করেছে।
শীর্ষ আদালতের নির্দেশ অনুসারে শনিবারই ‘দাগি অযোগ্য’দের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। সেই তালিকায় আজ জুড়ল আরও দুই নাম। ফলে প্রাথমিক ভাবে তালিকায় ১৮০৪ জনের নাম থাকলেও এ বার সেই সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮০৬-এ।
নাম প্রকাশের পর এসএসসির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে চলেছেন দাগি অযোগ্যদের তালিকায় থাকা শিক্ষকেরা। তাঁদের দাবি, এসএসসি পিঠ বাঁচাতে এই তালিকা প্রকাশ করেছে।
এসএসসির তালিকা অনুযায়ী ‘অযোগ্য’ বলে চিহ্নিত এক শিক্ষক কমলেশ কাপাট বলেন, ‘‘কিসের উপর ভিত্তি করে এসএসসি এই তালিকা প্রকাশ করল, সেটা আমরা আদালতে জানতে চাইব। সুপ্রিম কোর্ট নিজেই তো সম্পূর্ণ রূপে ঠিক করে দিতে পারেনি কারা যোগ্য কারা অযোগ্য। তা হলে এই তালিকার বৈধতা কী?’’ সোমবার এই তালিকার বিরুদ্ধে আদালতে মামলা করবেন বলে জানিয়েছেন তাঁরা।
প্রসঙ্গত, আগামী ৭ এবং ১৪ সেপ্টেম্বর এসএসসির নিয়োগ পরীক্ষা রয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চের নির্দেশ রয়েছে, ‘দাগি অযোগ্য’ প্রার্থীরা পরীক্ষায় বসতে পারবেন না। এই পরিস্থিতিতে গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, অযোগ্য চাকরিপ্রাপকদের নামের তালিকা সাত দিনের মধ্যে প্রকাশ করতে হবে কমিশনকে। আদালতের নির্দেশ মেনেই অযোগ্যদের তালিকা প্রকাশ করে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন।



