SSC সুপ্রিম কোর্ট: উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে করা SLP খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। আপার প্রাইমারী শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলা খারিজ করে দেওয়া হল। আপার প্রাইমারি নিয়ে বেশ কয়েকটি মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। তার মধ্যে একটি মামলা আজ উঠেছিল শীর্ষ আদালতে। যদিও মামলাটি খারিজ হয়ে গেল।
উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে একাধিক অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে SLP করেন বঞ্চিত চাকরি প্রার্থীদের একাংশ। এদিন দুটো SLP মামলা ডিসমিস করা হল। নিয়োগের পক্ষে জোরালো ভাবে তথ্য তুলে ধরেন আইনজীবী জয়দীপ গুপ্ত, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাহুল কুমার সিংহ। SLP খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়েছে প্রয়াজনে হাই কোর্ট এই নিয়ে শুনানি হতে পারে।
অবশেষে উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। আগামী কাল, মেধাতালিকা প্রকাশ হবে বলে নোটিশ দিয়ে জানিয়েছে এসএসসি। এসএসসি-র উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশিত হবে আগামীকাল, ২৫ সেপ্টেম্বর।
এর আগে গত ২৮ অগস্ট কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, চার সপ্তাহের মধ্যে ১৪০৫২ জনের মেধা তালিকা প্রকাশ করতে হবে। তার চার সপ্তাহের মধ্যে কাউন্সেলিং করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আদালতের নির্দেশ মেনেই ফল প্রকাশ করা হবে।
এই বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, “কলকাতা হাই কোর্টের নির্দেশ মতো আমরা চার সপ্তাহের মধ্যে মেধা তালিকা প্রকাশ করতে চলেছি।”