BIG NEWS: SSC-তে ৩৬০০০ নিয়োগ মামলায় ১০ নম্বর পাওয়ার যোগ্য কারা? জোর সওয়াল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের! বললেন, ‘সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই টেনে নিয়ে যাব!’ নতুন নির্দেশ আদালতের!

3123
এসএসসি কলকাতা হাইকোর্ট

নিউজ ডেস্ক: স্কুল সার্ভিস কমিশনের নতুন শিক্ষক নিয়োগ নিয়ে বড় খবর সামনে এল। SSC-তে ৩৬০০০ নিয়োগ মামলায় নতুন নির্দেশ কলকাতা হাইকোর্টের! ১০ নম্বর পাওয়ার যোগ্য কারা, জোর সওয়াল করলেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের! বললেন, ‘সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই টেনে নিয়ে যাব!’এসএসসি মামলায় DI-দের রিপোর্ট তলব হাইকোর্টের বিচারপতি স্মিতা দাস দে-র একক বেঞ্চের।

এসএসসির নতুন শিক্ষক নিয়োগে অভিজ্ঞতার ১০ নম্বর পাওয়ার জন্য যোগ্য কারা? কোন কোন পার্শ্ব শিক্ষক, চুক্তিভিত্তিক শিক্ষক, অস্থায়ী শিক্ষকরা তা পাবেন? SSC তৈরি অভিজ্ঞ শিক্ষকদের তালিকার বাইরে আর কারা প্রকৃত শূন্যপদে চাকরি করা অস্থায়ী শিক্ষক কারা? SSC-কে হলফনামা পেশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ৩১ অক্টোবর মধ্যে রিপোর্ট / হলফনামা পেশের নির্দেশ দেওয়া হয়েছে। ৪ নভেম্বর পর এই মামলার পরবর্তী শুনানি।

এসএসসি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে বলেন, ‘‘চাকরির জন্য রাস্তায় ৫ লাখ পদপ্রার্থী ঘুরছে। এসএসসি-র চোখে সকলেই সমান। মামলাকারীদের জন্য কেন অতিরিক্ত গুরুত্ব দেবে আদালত? অভিজ্ঞতার ভিত্তিতে ১০ নম্বর পাওয়া যোগ্যদের তালিকা SSC-র কাছে রয়েছে। সাবস্ট্যানটেটিভ পোস্টের নিরিখে পার্টটাইম, চুক্তিভিত্তিক শিক্ষকরা সেই ১০ নম্বর পাওয়ার যোগ্য। মামলাকারীরা সেই সাবস্ট্যানটেটিভ পদের অস্থায়ী নন তাই ‘১০’ মার্কসের জন্য বিবেচিত হননি। নিয়োগ প্রক্রিয়ার উপর কোনও রকম হস্তক্ষেপ হলে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই টেনে নিয়ে যাব।‘‘

এই বিষয়ে মামলাকারীদের আইনজীবী বলেন, ‘মামলাকারীরা ১২ বছরের বেশি অস্থায়ী চাকরি করছে। প্রত্যেকেই অভিজ্ঞ। প্রকৃত শূন্যপদের প্রেক্ষিতেই তাদের ম্যানেজিং কমিটি নিযুক্ত করেছে। ১০ নম্বর পাওয়ার যোগ্য তারা। আদালত তাদের বিবেচনা না করলে ইন্টারভিউ লিস্ট থেকে ছিটকে যাবেন তারা।‘‘

পড়ুন:  Dilip Ghosh: গতকাল মমতার সঙ্গে সাক্ষাৎকারের পর আজর সকালে সুর পাল্টে গেল দিলীপ ঘোষের, দল নিয়ে যা জানালেন