Homeপশ্চিমবঙ্গBIG NEWS: শিক্ষায় বিরাট পরিবর্তন! প্রাইমারিতেও সেমিস্টার নিয়ে বড় ঘোষণা প্রাথমিক শিক্ষা...

BIG NEWS: শিক্ষায় বিরাট পরিবর্তন! প্রাইমারিতেও সেমিস্টার নিয়ে বড় ঘোষণা প্রাথমিক শিক্ষা পর্ষদের

প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন, ২০২৫ শিক্ষাবর্ষ থেকেই এই নতুন পদ্ধতি চালু হবে।

নিউজ ডেস্ক: এবার প্রাথমিক শিক্ষায় আমূল পরিবর্তন আসতে চলেছে। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবার প্রাইমারিতেও সেমিস্টার, বড় ঘোষণা প্রাথমিক পর্ষদের। 

প্রাথমিক হাইস্কুল ছুটির তালিকা

প্রাইমারি স্তরেও চালু হচ্ছে সেমিস্টার ব্যবস্থা। নয়া পদক্ষেপ প্রাথমিক শিক্ষা পর্ষদের। অর্থাৎ, এবার থেকে প্রাথমিকে একই ক্লাসে দু’বার করে পরীক্ষা নেওয়া হবে। এই নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন, ২০২৫ শিক্ষাবর্ষ থেকেই এই নতুন পদ্ধতি চালু হবে।

আসলে সর্বভারতীয় স্তরে প্রতিযোগিতার কথা মাথায় রেখেই সেমিস্টার সিস্টেম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

প্রাথমিকে সেমিস্টার নিয়ে যা জানা যাচ্ছে

এবার থেকে ক্লাস ওয়ান থেকেই সেমিস্টার সিস্টেম চালু হয়ে যাবে। ২০২৫ শিক্ষাবর্ষ থেকেই এটা লাগু হবে। প্রতি ক্লাসে বছরে ২টি পরীক্ষা হবে। জুন মাসে প্রথম পরীক্ষা হবে। এরপর জুলাই থেকে নতুন সেমিস্টার। ডিসেম্বরে আবার পরীক্ষা। এরপর আবার জুন পর্যন্ত আরও এক সেমিস্টার। এভাবেই কলেজ-বিশ্ববিদ্যালয়ের মতো পরীক্ষার কাঠামো হবে প্রাথমিক স্কুলে। এমনটাই জানিয়েছেন পর্ষদ সভাপতি। 

পড়ুন:  SSC: প্রধান বিচারপতি পদে ডিওয়াই চন্দ্রচূড়ের সময় ফুরিয়ে গেল, কি হবে ২৬ হাজার চাকরি বাতিল মামলার ভবিষ্যৎ? শুনানি কবে?

প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। 

এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, “আগামী ২০২৫ শিক্ষাবর্ষ থেকে এবার প্রাথমিক স্তরে সেমেস্টার প্রথা। হলিস্টিক রিপোর্ট কার্ড যেভাবে দেওয়া হয়েছে তার সঙ্গে এই ব্যবস্থার মিল নেই। তা পুরোপুরি পরিবর্তন করতে হবে। শিক্ষক সংগঠনগুলির সঙ্গে আলোচনা করে এ সম্পর্কে বিস্তারিত আলোচনার মাধ্যমে পরিকল্পনা মাফিক পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল। প্রাথমিকে সবার আগে প্রয়োজন শ্রেণিভিত্তিক শিক্ষক, গ্রুপ সি, গ্রুপ ডি কর্মী এবং কম্পিউটার। আধুনিক পরিকাঠামো গড়ে তোলা দরকার।”

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments