BIG NEWS: সুপ্রিম কোর্টে বিরাট জয় NIOS DELED চাকরি প্রার্থীদের, সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিল

8839
সুপ্রিম কোর্টে শিক্ষক নিয়োগ

NIOS DELED, সুপ্রিম কোর্ট: প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলায় বিরাট খবর সামনে এল। NIOS ডিএলএড মামলায় বড় রায় দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। জয় হল চাকরি প্রার্থীদের। এর ফলে NIOS DELED করা চাকরি প্রার্থীদের প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ করতে হবে।

সুপ্রিমকোর্টে কৌশিক দাসের মামলায় NIOS DELED করা চাকরি প্রার্থীদের জয় হল। যারা 10.08.2017 এর আগে শিক্ষকতা করতেন, তাঁদের শিক্ষক পদে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 3 মাসের মধ্যে চলতি নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। জেনারেল ভাবে সবার জন্য এই নিদের্শ সুপ্রিম কোর্টের। কলকাতা হাইকোর্টের রায়কে খারিজ করা হয়েছে। 

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২২ সালে প্রাথমিকে ১১,৭৬৫টি শূন্য পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পর্ষদ। অনেক কাঠখড় পুড়িয়ে শীর্ষ আদালতের নির্দেশে ৯৫৩৩ জন চাকরিতে যোগ দেন। যদিও NIOS DELED প্রার্থীদের বাদ দেওয়া হয়। এবার এই প্রার্থীরা আদালতে জয় পেলেন। ৯৫৩৩ জনের যে চাকরি দেওয়া হয়েছে, তাতে হাত না দিয়েই NIOS DELED প্রার্থীদের নিয়োগ দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে। 

পড়ুন:  WBSSC: এসএসসি প্রকাশিত আপার প্রাইমারি শূন্যপদে নাম নেই বহু স্কুলের, সমস্যা বাড়ছে, চেয়ারম্যানকে দাবিপত্র পেশ

আজ অন্য একটি মামলায় জয় পেয়েছেন 2020-22 D.El.Ed ব্যাচের চাকরি প্রার্থীরা। এই মামলায় রায়দান স্থগিত রেখেছিল সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার এই মামলায় রায় দেওয়া হল। আদালতের রায়, ২০২২ সালে রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলাকালীন যাঁরা ডিএলএড পাশ করেননি কিন্তু পরে করেছেন, তাঁরাও চাকরিতে সুযোগ পাবেন। এর ফলে ২,২৩২টি প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ সংক্রান্ত জটিলতা কাটল।

পড়ুন:  SSC: আজ সুপ্রিম কোর্টে মধ্যশিক্ষা পর্ষদের আবেদনের শুনানির সম্ভাবনা, তাকিয়ে রয়েছেন চাকরিহারারা

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২২ সালে প্রাথমিকে ১১,৭৬৫টি শূন্য পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পর্ষদ। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, টেট উত্তীর্ণ এবং প্রশিক্ষণপ্রাপ্ত ডিএলএড প্রার্থীরা এবং ডিএলএড প্রশিক্ষণরত প্রথম বর্ষের উত্তীর্ণরাও আবেদন করতে পারবেন। পর্ষদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা। মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। শীর্ষ আদালতের নির্দেশে ৯৫৩৩ জন চাকরিতে যোগ দেন। কিন্তু বাকি ২২৩২টি পদে নিয়োগে অগ্রাধিকার কারা পাবেন সেই প্রশ্ন তুলে মামলা হয়। আজ রায় দেওয়া হল, সেখানে জয় পেলেন 2020-22 D.El.Ed ব্যাচের চাকরি প্রার্থীরা।