নিউজ ডেস্ক: এবার রেলের গ্রুপ সি পদে সমস্ত নিয়োগ বাতিল করা হল। নির্দেশিকা জারি করল ভারতীয় রেলওয়ে বোর্ড। অনিয়মের অভিযোগে রেলের গ্রুপ সি পদে সমস্ত নিয়োগ বাতিল করা হল। ভারতীয় রেলওয়ে বোর্ডের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে রেলওয়ে বোর্ড ৪ মার্চ পর্যন্ত চূড়ান্ত এবং অনুমোদিত না হওয়া গ্রুপ সি পদে চাকরির জন্য এলডিসিই/জিডিসিই-সহ সমস্ত বিভাগীয় মনোনয়ন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার সমস্ত রেলওয়ে জ়োনের জেনারেল ম্যানেজারদের কাছে পাঠানো নির্দেশিকায় সে কথা জানিয়ে দেওয়া হয়েছে।পাশাপাশি ওই সার্কুলারে রেল বোর্ডের আরও উল্লেখ, “পরবর্তী নির্দেশ না-দেওয়া পর্যন্ত আর কোনও নিয়োগ শুরু করা যাবে না। নিয়োগ নিয়ন্ত্রণের জন্য পরবর্তী নির্দেশাবলি যথাসময়ে জারি করা হবে ৷” সেই দিন রেলমন্ত্রক এই সমস্ত পরীক্ষা কম্পিউটার-ভিত্তিক যাতে আয়োজন করা হয়, তেমন নির্দেশ দিয়েছে রেল বোর্ড (RRB)-কে ৷
সম্প্রতি রেলের বিভাগীয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছিল। যে কারণে উত্তরপ্রদেশ থেকে ২৬ জন রেল আধিকারিককে গ্রেফতারও করা হয়। অভিযুক্তদের বাড়িতে তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করা হয়েছিল ১ কোটি ১৭ লক্ষ টাকা। তারপরেই ৪ মার্চের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি বাতিলের কথা জানিয়েছে রেল বোর্ড।
রেলওয়ে সূত্রের মতে, বিভাগ জুড়ে অধস্তন পদে কর্মরত কর্মচারীরা LDCE-এর মাধ্যমে গ্রুপ-সি বিভাগে উচ্চতর গ্রেডের পদের জন্য নির্বাচন করা যেতে পারে যার শূন্যপদের উপর নির্ভর করে 30% থেকে 70% এর মধ্যে কোটা থাকে। একবার গ্রুপ-সি-তে নিযুক্ত হলে, তারা গ্রুপ-বি-তে অফিসার ক্যাটাগরির পদগুলির জন্য আরও নির্বাচনের জন্য যোগ্য হয়ে ওঠে।
LDCE/GDCE নির্বাচন বাতিল করার রেলওয়ের সিদ্ধান্তটি সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) মুঘল সরাইতে পূর্ব সেন্ট্রাল রেলওয়েতে প্রশ্নপত্র ফাঁস করার একদিন পরে আসে। অন্তত 17 জন প্রার্থী যারা মেইন লোকো পরিদর্শক পদের জন্য আবেদন করেছিলেন তাদের হাতে লেখা প্রশ্নপত্র পাওয়া যায়।