BIG NEWS: হরিয়ানা, জম্মু এবং কাশ্মীর দুই রাজ্যেই এগিয়ে রয়েছে কংগ্রেস, বিজেপি কোথায়? দেখেনিন এই মুহূর্তের ভোটের ফল

প্রাথমিক গণনায় দুই রাজ্যেই এগিয়ে রয়েছে কংগ্রেস। হরিয়ানায় বিপুল আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। অন্যদিকে, জম্মু এবং কাশ্মীরে দারুন লড়াই চলছে। তবে সেখানেও এগিয়ে রয়েছে কংগ্রেস জোট।

318
Jammu And Kashmir, Haryana Elections Exit Poll

হরিয়ানা, জম্মু এবং কাশ্মীরে ভোটের ফল: আজ হরিয়ানার বিধানসভা নির্বাচনে 90 টি আসনে ভোট গণনা চলছে তারপরে এটি স্পষ্ট হবে যে বিজেপি হ্যাটট্রিক করবে এবং রাজ্যে সরকার গঠন করবে নাকি কংগ্রেস ক্ষমতায় ফিরে আসবে। জোটের দিকেও নজর রাখছেন বিশেষজ্ঞরা। জম্মু কাশ্মীর নির্বাচনে 90টি আসনেও ভোট গণনা চলছে, যার পরে দেখে নেওয়া হবে মেহবুবা মুফতি, ফারুক আবদুল্লাহ, রাহুল গান্ধীর কংগ্রেস নাকি বিজেপি উপত্যকায় ক্ষমতায় আসবে। কংগ্রেস অফিসে উৎসব শুরু।

পড়ুন:  কলেজ বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক-উপাচার্য নিয়োগে বিরাট বদল আনছে ইউজিসি

তবে প্রাথমিক গণনায় দুই রাজ্যেই এগিয়ে রয়েছে কংগ্রেস। হরিয়ানায় বিপুল আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। অন্যদিকে, জম্মু এবং কাশ্মীরে দারুন লড়াই চলছে। তবে সেখানেও এগিয়ে রয়েছে কংগ্রেস জোট। আসুন একনজরে দেখেনিই ভোটের ফলের ট্রেন্ড –

হরিয়ানা ভোটের ফল

কংগ্রেস: ৪৭
বিজেপি: ৩৪
INLD: ০৩
অন্যান্য: ০৬

পড়ুন:  AR Rahman, Saira Banu: ডিভোর্স হয়ে গেল এ আর রহমান এবং স্ত্রী সায়রা বানুর! কি কারণে বিচ্ছেদ? যা জানা গেল

জম্মু এবং কাশ্মীরে ভোটের ফল

কংগ্রেস+: ৫৪
বিজেপি: ২৩
PDP: ২
অন্যান্য: ১১