BIG NEWS: রাজ্যের সরকারি কর্মচারীদের বিরাট জয়! DA মামলায় ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের

3834
সুপ্রিম কোর্ট মহার্ঘ ভাতা এসএসসি

নিউজ ডেস্ক: রাজ্যের সরকারি কর্মচারীদের বিরাট জয়! DA মামলায় ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের। ২৫ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়ার নিদের্শ দিয়েছে দেশের শীর্ষ আদালত। 

DA মামলার শুনানিতে বড় ধাক্কা রাজ্যের। বিরাট জয় সরকারি কর্মচারীদের। রাজ্যের তরফে অভিষেক মনু সিংভি জানান এটা কোন সাংবিধানিক অধিকার নয়। সওয়াল জবাব শেষে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের।

DA মামলার শুনানিতে বড় ধাক্কা রাজ্যের। ৫০ শতাংশ মহার্ঘ ভাতা দিয়ে দেওয়ার নির্দেশ। মামলার ভাগ্যের উপর বাকিটা নির্ভর করবে পর্যবেক্ষণ বিচারপতির। রাজ্যের তরফে তখন যুক্তি দেওয়া হয় এই বিপূল পরিমাণ টাকা দিতে রাজ্যের কোমর ভেঙ্গে যাবে। রাজ্যের তরফে আইনজীবী অভিষেক মনু সিংভি জানান, DA  কোন অধিকার নয়, সাংবিধানিক অধিকার নয়। পাশাপাশি জানানো হয় ৫০ শতাংশ DA এই মুহূর্তে দেওয়া সম্ভব নয়। এরপরই সুপ্রিম নির্দেশে বলা হয়েছে বকেয়া মহার্য ভাতার ২৫ শতাংশ সরকারি কর্মচারীদের দিতে হবে। এই মামলার পরবর্তী শুনানি অগাস্টে ধার্য করা হয়েছে। রাজ্য সরকারকে আপাতত ২৫ শতাংশ ডিএ দিতে হবে সাফ জানিয়েছে সুপ্রিম কোর্ট 

পড়ুন:  বিরাট সিদ্ধান্ত পর্ষদের! মাধ্যমিকে এই ২টি প্রশ্নের অঙ্ক শুরু করলেই নম্বর, শিক্ষকদের নির্দেশ

৫০ শতাংশ মহার্ঘভাতা দিয়ে দিন, ডিএ মামলার শুনানিতে জানায় সুপ্রিম কোর্ট। মামলার ভাগ্যের ওপর বাকিটা নির্ভর করবে, পর্যবেক্ষণ বিচারপতির। তবে আদালতে রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, এটা বিপুল টাকা, রাজ্যের কোমর ভেঙে যাবে। তাছা়ড়া তাঁর ব্যাখ্যা, এটা কোনও সাংবিধানিক অধিকার নয়, ৫০ শতাংশ ডিএ দেওয়া সম্ভব নয়। তারপর সব শুনে শীর্ষ আদালত জানায়, বকেয়া মহার্ঘভাতার ২৫ শতাংশ দিয়ে দিন।

পড়ুন:  SSC: তবে কি বৈধ এবং অবৈধদের বাছাই করা সম্ভব নয়? যা জানালেন মূল মামলাকারীদের আইনজীবী

আদালত বলে, এরা আপনাদের কর্মী, ফলে অসুবিধার কোনও কারণ নেই, রাজ্যকে বলেন বিচারপতি সঞ্জ কারোল। অগাস্ট মাসে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়।

সুপ্রিম কোর্টের নির্দেশে খুশি রাজ্য সরকারি কর্মচারীরা। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, ‘‘কর্মচারীদের যে মহার্ঘভাতা প্রাপ্য, সেটা রাজ্য সরকার এত দিন অস্বীকার করছিল। শীর্ষ আদালতের নির্দেশে এটা স্বীকৃতি পেল যে, এটা আমাদের প্রাপ্য। বিচারপ্রক্রিয়া চলছে। আশা করি শেষ হলে বকেয়া পুরো ডিএ আমরা পাব।’’ আর এক আন্দোলনকারী বলেন, ‘‘আমাদের দাবি যে ঠিক ছিল, এত দিনে তার মান্যতা পেলাম। সুপ্রিম কোর্ট জানিয়েছে, হাই কোর্ট বা অন্য কোনও পর্যবেক্ষণে কোনও ভুল নেই। আমরা যারা দীর্ঘ দিন ধরে রাস্তায়, তারা কিছুটা হলেও স্বস্তি পেলাম।’’