Homeপশ্চিমবঙ্গBIG NEWS: শংসাপত্র নিয়ে অভিযুক্ত ১৯ শিক্ষক-শিক্ষিকার নথি চাইল জেলা বিদ্যালয় সংসদ

BIG NEWS: শংসাপত্র নিয়ে অভিযুক্ত ১৯ শিক্ষক-শিক্ষিকার নথি চাইল জেলা বিদ্যালয় সংসদ

নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার বড় খবর সামনে এল। ভুয়ো জাতিগত শংসাপত্র দেখিয়ে চাকরি পাওয়ায় অভিযুক্ত হলেন ১৯ জন শিক্ষক। মালদহের বিভিন্ন স্কুলে কর্মরত ১৯ জন প্রাথমিক শিক্ষক-শিক্ষিকার তফসিলি জাতি এবং জনজাতির শংসাপত্র ভুয়ো বলে অভিযোগ সামনে এল। এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

ওই শিক্ষকদের বিরুদ্ধে দুই মহকুমাশাসকের (মালদহ সদর ও চাঁচল) পাশাপাশি, স্কুলশিক্ষা দফতর ও অনগ্রসর শ্রেণিকল্যাণ দফতরের সচিবের কাছে অভিযোগ জানিয়েছেন জেলার মানিকচকের দক্ষিণ চণ্ডীপুরের বাসিন্দা ফেকু চৌধুরী। যদিও এই অভিযোগ মানেননি ওই শিক্ষক-শিক্ষিকারা। অভিযুক্ত একাধিক শিক্ষকের দাবি, ‘‘সমাজে আমাদের বদনাম করতে এ সব ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে।’’

এই বিষয়ে মালদহ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারপার্সন বাসন্তী বর্মণ বলেন, ‘‘১৯ জন প্রাথমিক শিক্ষক-শিক্ষিকার জাতিগত শংসাপত্র নিয়ে মহকুমাশাসকের (চাঁচল) তরফে চিঠি দেওয়া হয়েছে। তাই আমরা অবর বিদ্যালয় পরিদর্শকদের সে সব জাতিগত শংসাপত্র ২৮ মার্চের মধ্যে সংসদে জমা দিতে বলেছি। শংসাপত্র সংশ্লিষ্ট মহকুমাশাসককেও পাঠানো হবে।’’

জানা যাচ্ছে, যে ১৯ জনের নামে এই অভিযোগ, তাঁদের মধ্যে ১৮ জন শিক্ষক, এক জন শিক্ষিকা। তাঁরা বর্তমানে সহকারী শিক্ষক-শিক্ষিকা পদে মানিকচক, মানিকচক-১, রতুয়া নিউ, কড়িয়ালি ও সদর দক্ষিণ চক্রে কর্মরত। সংশ্লিষ্ট চক্রের (সার্কল) অবর বিদ্যালয় পরিদর্শকদের কাছে ওই শিক্ষক-শিক্ষিকাদের শংসাপত্রের নথি চেয়েছে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ।

পড়ুন:  পশ্চিমবঙ্গ: ‘সবটাই ক্লিয়ার করব...’, ৪ শতাংশ ডিএ বৃদ্ধির পর যা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments