নিউজ ডেস্ক: সদ্যই ৩ শতাংশ মহার্ঘ ভাতার ঘোষণা করেছে কেন্দ্র সরকার। এই অবস্খায় পশ্চিমবঙ্গের রাজ্যে সরকারি কর্মীদের ক্ষোভ বাড়ছে। এই অবস্থায় কর্মচারীদের ডিএ বাড়াতে পারে রাজ্য সরকার। জানা যাচ্ছে, কেন্দ্রের পথে হেঁটে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা ২ থেকে ৩ শতাংশ বাড়াতে পারে রাজ্য সরকার। এটা দেওয়া হলে রাজ্যের কয়েক লক্ষ শিক্ষক ও শিক্ষাকর্মীরা এতে উপকৃত হবেন।
এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন ৫৩ শতাংশ। অন্যদিকে, এরাজ্যের সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন মাত্র ১৪ শতাংশ। ফলে ৩৯ শতাংশ মহার্ঘ ভাতার ফারাক রয়েছে। সেক্ষেত্রে মাত্র ২ থেকে ৩ শতাংশ ডিএ দেওয়া হলেও কেন্দ্রের সঙ্গে রাজ্যের মহার্ঘভাতার ফারাকের বিশেষ তারতম্য ঘটবে না। তবু রাজ্যের সরকারি কর্মচারীদের লাগাতার ক্ষোভ কিছুটা প্রশমন হতে পারে।
জানা যাচ্ছে ডিএ দেওয়া নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে নবান্নের অর্থ দপ্তরে। মঙ্গলবার এমনটাই খবর পাওয়া গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ২ থেকে ৩ শতাংশ ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিতে চলেছেন বলে নবান্নে অর্থ দপ্তর সূত্রে খবর। কালীপুজো, দেওয়ালি ও ছটপুজোর উপহার হিসেবে সরকার থেকে এই সিদ্ধান্ত ঘোষণার প্রস্তুতি নেওয়া হলেও রাজ্যে ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন তাতে বাদ।সেধেছে। উপনির্বাচন মিটলে সরকার তা ঘোষণা করতে পারে বলে অর্থ দপ্তরের এক শীর্ষ আধিকারিক এদিন নবান্নে জানান।
বকেয়া ডিএ দেওয়ার দাবিতে ইতিমধ্যেই আন্দোলনের হুশিয়ারি দিয়েছে কর্মী সংগঠনগুলো। সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ জানিয়েছেন, কর্মচারীদের হকের পাওনা দিচ্ছে না রাজ্য সরকার। পুজোর ছুটি বাড়িয়ে কর্মচারীদের ক্ষোভ কমানো যাবে না। তাঁরা ২৯ অক্টোবর রাজ্যজুড়ে সব অফিস ও দপ্তরে ২ ঘণ্টার কর্মবিরতি পালন করবেন।