নিউজ ডেস্ক: আর কিছুদিনের মধ্যেই বিদ্যালয়গুলিতে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ হবে। এর জন্য স্কুলগুলোতে জোরকদমে কাজ চলছে। তবে সমস্যা হচ্ছে বাংলার শিক্ষা এসএমএস পোর্টাল নিয়ে। পোর্টালটি একেবারে যেন অচল, ফলে কাজ করতে প্রবল সমস্যায় পড়ছেন শিক্ষকরা।
এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, “কয়েকদিন পরেই বিদ্যালয়গুলিতে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ হবে। বাংলার শিক্ষা এসএমএস পোর্টাল একেবারে অচল। রাত জেগেও নাম্বার তোলা যাচ্ছে না। বাধ্য হয়ে হাতে মার্কশিট বানাতে হচ্ছে। প্রায় প্রতিবছর এই একই সমস্যা। বারবার অভিযোগ জানিয়েও কোন হেলদোল নেই। শিক্ষা দপ্তর থেকে বড় বড় নির্দেশিকা জারি করে নিজেদের দায়িত্ব শেষ করছে। বাস্তব অবস্থা উপলব্ধি করে সেই সমস্যার সমাধান করার কোন চেষ্টা নেই।”
প্রসঙ্গত উল্লেখ্য, বাংলার শিক্ষা এসএমএস পোর্টাল হল পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা বিভাগের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা বিদ্যালয় ব্যবস্থাপনার জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম সরবরাহ করে। এই পোর্টালটি শিক্ষার্থীদের একাডেমিক তথ্য সংরক্ষণ এবং প্রবেশের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।