শিক্ষক হতে চাওয়া প্রার্থীদের জন্য ভালো খবর, ফের বিএড কোর্স করার সুযোগ দেওয়া হল

799
চাকরির খবর ব্যাঙ্কে নিয়োগ

বিএড ভর্তি: শিক্ষক হতে চাওয়া প্রার্থীদের জন্য ভালো খবর। বিএড কোর্স করার ফের সুযোগ দেওয়া হল। ৬ মাস পরে বিএডে ভর্তি নিয়ে বিজ্ঞপ্তি দিল বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি। আসলে পড়ে থাকা আসনে ভর্তি হওয়ার জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে ফের আবেদন নিচ্ছে বিএড বিশ্ববিদ্যালয়। এই মর্মেই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। 

পড়ুন:  SSC চাকরিপ্রার্থীদের 'হাইকোর্ট-চলো'! 'বিকাশ ভট্টাচার্যের অন্যায় মামলায় নিয়োগ আটকে..'

পড়ে থাকা শূন্য আসন পূরণে ২০২৪-২৬ শিক্ষাবর্ষে বিএড কোর্সে ফের ভর্তি চালু করল বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা ২ থেকে ৫ এপ্রিল অনলাইনে আবেদন করতে পারবেন। এরপর কলেজ-ভিত্তিক মেধাতালিকা প্রকাশিত হবে ৯ এপ্রিল। কলেজগুলিতে ভর্তি হবে ১১ ও ১২ এপ্রিল। 

দিনের দিনই কলেজ-ভিত্তিক পড়ুয়াদের ভর্তির তথ্য আপলোড করতে হবে বিশ্ববিদ্যালয়ের পোর্টালে। এই নিয়ে চলতি শিক্ষাবর্ষে তৃতীয় দফা ভর্তি প্রক্রিয়া চলবে। এই ভর্তি প্রক্রিয়ায় অনুমোদন দিয়েছে উচ্চ শিক্ষা দফতর।

পড়ুন:  রাজ্যের আবাসিক স্কুলে শিক্ষক নিয়োগ চলছে, বেতন ১২ হাজার টাকা, এই ভাবে আবেদন করুন

কিন্তু কেন এই সিদ্ধান্ত? আসলে যা জানা যাচ্ছে রাজ্যের বেসরকারি বিএড কলেজগুলোর বড় অংশেরই সব আসন পূরণ হয়নি। এভাবে আসন শূন্য থাকায় ক্ষতি হচ্ছে বিএড কলেজগুলোর। মূলত রাজ্যে নিয়মিত শিক্ষক নিয়োগ না হওয়ায় বিএড কোর্সের চাহিদা কমেছে বলে মনে করা হচ্ছে। এই অবস্থায় ফের বিএড ভর্তি হওয়ার জন্য আবেদন নিচ্ছে বিএড বিশ্ববিদ্যালয়।