Teacher Recruitment: নামি এই সরকারি পোষিত বাংলা মাধ্যম স্কুলে স্থায়ী পদে শিক্ষক নিয়োগ চলছে

1239
শিক্ষক নিয়োগ

Teacher Recruitment: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। হুগলী জেলার শ্রীরামপুরে নামি সরকারি পোষিত বাংলা মাধ্যম স্কুলে স্থায়ী পদে নিম্নলিখিত বিষয়ের সহ -শিক্ষক/ শিক্ষিকা নিয়োগ করা হবে।

1. Life Science.

2. Economics.

শিক্ষাগত যোগ্যতা: B.Ed. সহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/ স্নাতকোত্তর। 

বয়স: অনধিক 40 বছর। (সংরক্ষিত শ্রেণীর জন্য সরকারি নিয়মানুসারে ছাড়)।

পড়ুন:  Teacher Recruitment: রাজ্যের স্কুলে বিভিন্ন পদে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ চলছে, এইভাবে আবেদন করুন

বেতন: রোপা 2019 অনুযায়ী বেতন দেওয়া হবে। 

শেষ তারিখ: আবেদনের শেষ তারিখ ১৮ই মার্চ। 

সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে। মহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় (H.S) (বাংলা মাধ্যম) যোগ্য পুরুষ এবং মহিলা প্রার্থীদের কাছ থেকে দরখাস্তের আহ্বান করেছে। প্রয়োজনীয় যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন। বিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করা যাবে৷ সমস্ত ক্ষেত্রে পূরণকৃত আবেদনপত্রটি শুধুমাত্র হাতেহাতেই প্রাপ্ত হবে “মহেশ শ্রী

পড়ুন:  স্কুলেই শিক্ষককে গনধোলাই দেওয়া হল, করা হল আটক! কারণ জানলে অবাক হয়ে যাবেন আপনি

রামকৃষ্ণ আশ্রমের প্রধান কার্যালয় “স্বামী সোমানন্দ ভবন” নিচতলায়, 04.03.2025 (মঙ্গলবার) থেকে 18.03.2025 (মঙ্গলবার) পর্যন্ত দুপুর 12.00 থেকে 4.00 পি.এম. (রবিবার এবং ছুটির দিন ব্যতীত)।

অন্যান্য সমস্ত বিবরণের জন্য, অনুগ্রহ করে নিয়োগের ওয়েবসাইট দেখুন (https://recruitment.msrka.org/) এবং প্রসপেক্টাসটি সাবধানে পড়ুন।