Homeচাকরির খবরশিক্ষক নিয়োগ: রাজ্যের এই স্কুলে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ, আবেদন করুন

শিক্ষক নিয়োগ: রাজ্যের এই স্কুলে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ, আবেদন করুন

শিক্ষক নিয়োগ: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। বাঁকুড়ার ইন্দপুর গভর্নমেন্ট মডেল স্কুলে শিক্ষকতার সুযোগ, নিয়োগ হবে শিক্ষাকর্মীও। সম্প্রতি বিদ্যালয়ের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাঁদের ওয়েবসাইটে। ২০২৫-২৬ বর্ষের জন্য একাধিক বিষয়ে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ করতে চলেছে এই প্রতিষ্ঠান। আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন।

পড়ুন:  Assistant Professor: অতিথি শিক্ষক নিয়োগ করবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, কোন বিষয়ের জন্য শূন্যপদ?

বিষয় ও শূন্যপদ

অফিস অফ দ্য সাব ডিভিশন্যাল অফিসারের তরফে চুক্তির ভিত্তিতে এই নিয়োগ। বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিদ্যা, জীবনবিজ্ঞান, ইতিহাস এবং ভূগোল পড়াতে হবে। প্রতিটি বিষয়ের জন্য এক জন করে শিক্ষক নিযুক্ত হবেন। এ ছাড়াও দু’জনকে গ্রুপ সি এবং গ্রুপ ডি বিভাগে শিক্ষাকর্মী হিসেবে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা

পড়ুন:  সরকারি চাকরি: রাজ্যে ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হল, শূন্যপদ 85টি, আবেদন করুন এইভাবে

শিক্ষক পদে আবেদন করতে পারবেন শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মীরা। তবে, সে ক্ষেত্রেও কোনও সরকারি/ বেসরকারি স্কুলে শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

নিয়োগ প্রক্রিয়া

ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে এই নিয়োগ হবে। ২১ ফেব্রুয়ারি হবে ইন্টারভিউ। বেলা ১১টার মধ্যে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় যেতে হবে প্রার্থীদের। বিস্তারিত জানতে অনুগ্রহ করে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments