Homeচাকরির খবরTeacher Recruitment: রাজ্যের এই স্কুলে স্থায়ী শূন্যপদে শিক্ষক নিয়োগ চলছে, আবেদন করুন...

Teacher Recruitment: রাজ্যের এই স্কুলে স্থায়ী শূন্যপদে শিক্ষক নিয়োগ চলছে, আবেদন করুন এইভাবে

সহকারী শিক্ষক (assistant teacher recruitment) হতে ইচ্ছুক প্রার্থীদের জন্য সুখবর। সাউথ বেঙ্গল পাবলিক স্কুল (সরকারি স্বীকৃত, ইংরেজি মাধ্যম) সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

সহকারী শিক্ষক নিয়োগ: সহকারী শিক্ষক (assistant teacher recruitment) হতে ইচ্ছুক প্রার্থীদের জন্য সুখবর। সাউথ বেঙ্গল পাবলিক স্কুল (সরকারি স্বীকৃত, ইংরেজি মাধ্যম) সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন।

বিদ্যালয়ের নাম: সাউথ বেঙ্গল পাবলিক স্কুল (সরকারি স্বীকৃত, ইংরেজি মাধ্যম)

শূন্যপদ: টিজিটি-ইতিহাস (1)

যোগ্যতা: যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত স্নাতক ডিগ্রি থাকতে হবে। সেই সঙ্গে বিএড করা থাকতে হবে।

বেতন: স্থায়ী শূন্যপদে নিয়োগ দেওয়া হবে। ROPA-2009 অনুযায়ী বেতন দেওয়া হবে।

পড়ুন:  SSC: 15654টি শূন্যপদে কনস্টেবল পদের জন্য নিয়োগ চলছে, মাধ্যমিক পাশ হলেই আবেদন করা উচিত, শেষ তারিখ কাছাকাছি

ডি.এ. 12% + থাকার ব্যবস্থা

আবেদন করুন: সিভি পাঠান info@southbengalpublicschool.com-এ 7 দিনের মধ্যে।

যোগাযোগ: 6265068811/ 8918039685,

বিস্তারিত জানতে অনুগ্রহ করে অফিসিয়াল ওয়েবসাইট www.southbengalpublicschool.com এ ভিজিট করুন। 

Teacher Recruitment: Teacher recruitment is going on for permanent vacancies in this school, How to apply?

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments