Homeচাকরির খবরAssistant Professor: অতিথি শিক্ষক নিয়োগ করবে রাজ্যের এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, কোন বিষয়ের...

Assistant Professor: অতিথি শিক্ষক নিয়োগ করবে রাজ্যের এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, কোন বিষয়ের জন্য শূন্যপদ?

মাসিক বেতন নয়, লেকচারপিছু টাকা দেওয়া হবে নিযুক্তদের। প্রতিটি লেকচারের জন্য মিলবে ১৫০০ টাকা। এ ভাবে সর্বোচ্চ মাসিক ৫০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে।

Assistant Professor Recruitment: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। অতিথি শিক্ষক নিয়োগ করবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। শিক্ষকতার সুযোগ দিচ্ছে এই প্রতিষ্ঠানের বিশ্ববিদ্যালয়ের ‘ডিপার্টমেন্ট অফ কম্পিউটার অ্যান্ড সিস্টেম সায়েন্স’ বিভাগ। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন।

শূন্যপদ

অতিথি শিক্ষক নিয়োগ করবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ‘ডিপার্টমেন্ট অফ কম্পিউটার অ্যান্ড সিস্টেম সায়েন্স’ বিভাগের তরফে এই নিয়োগ করা হবে। মোট শূন্যপদ রয়েছে দু’টি।

বেতন

মাসিক বেতন নয়, লেকচারপিছু টাকা দেওয়া হবে নিযুক্তদের। প্রতিটি লেকচারের জন্য মিলবে ১৫০০ টাকা। এ ভাবে সর্বোচ্চ মাসিক ৫০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে। চুক্তির ভিত্তিতে প্রথমে কাজের মেয়াদ থাকবে এক বছরের। অবশ্য প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ বৃদ্ধি হতে পারে।

পড়ুন:  Assistant Professor: অতিথি শিক্ষক নিয়োগ করবে রাজ্যের বিশ্ববিদ্যালয়, আগ্রহী প্রার্থীরা এইভাবে আবেদন করুন

শিক্ষাগত যোগ্যতা

আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। পাশাপাশি, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট উত্তীর্ণ হতে হবে। যদি সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি থাকে, তা হলে অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া




আগ্রহীরা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘কেরিয়ার’ বিভাগে গেলে বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১১ নভেম্বর। ওই দিন বিকেল ৬টা পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। বিস্তারিত তথ্য জানতে অনুগ্রহ করে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।

পড়ুন:  রাজ্যের আবাসিক স্কুলে শিক্ষক নিয়োগ চলছে, বেতন ১২ হাজার টাকা, এই ভাবে আবেদন করুন




RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!