Homeচাকরির খবরসহকারী অধ্যাপক নিয়োগ: একাধিক শূন্যপদে নিয়োগ দেবে মদন মোহন মালব্য বিশ্ববিদ্যালয়, বিস্তারিত...

সহকারী অধ্যাপক নিয়োগ: একাধিক শূন্যপদে নিয়োগ দেবে মদন মোহন মালব্য বিশ্ববিদ্যালয়, বিস্তারিত জেনেনিন এখানে

চাকরি প্রার্থীদের জন্য সুখবর। মদন মোহন মালভিয়া বিশ্ববিদ্যালয় সহকারী অধ্যাপক সহ একাধিক শূন্যপদে নিয়োগ করবে। আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন।

সহকারী অধ্যাপক নিয়োগ: চাকরি প্রার্থীদের জন্য সুখবর। মদন মোহন মালভিয়া বিশ্ববিদ্যালয় সহকারী অধ্যাপক সহ একাধিক শূন্যপদে নিয়োগ করবে। আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন। বিস্তারিত জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।

বিশ্ববিদ্যালয়ে নিম্নোক্ত পদে নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।

1. সহকারী অধ্যাপক/সহযোগী অধ্যাপক/অধ্যাপকদের অনুষদের পদ বিভিন্ন বিষয়ে প্রাথমিকভাবে চুক্তিতে 05 বছরের জন্য নিয়োগ হবে।

2. পরীক্ষা নিয়ন্ত্রক, প্রোগ্রামার এবং ডেপুটি লাইব্রেরিয়ান।

3. প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ইনকিউবেশন অপারেশন ম্যানেজার (MMMUT ফাউন্ডেশনের অধীনে)।

পড়ুন:  SSC: শূন্যপদ ১৪,৩৩৯টি, মোট চাকরি প্রার্থী ১৪,০৪২, মেধাতালিকা প্রকাশ করে দ্রুত শিক্ষক নিয়োগের দাবি

প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার জন্য অনুরোধ করা হচ্ছে: http://www.mmmut.ac.in. অনলাইন আবেদনের লিঙ্ক এবং আবেদনপত্র পূরণের জন্য বিস্তারিত নির্দেশাবলী ওয়েবসাইটে পাওয়া যাবে। অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 08/11/2024।

MADAN MOHAN MALAVIYA UNIVERSITY

OF TECHNOLOGY GORAKHPUR

273010 (U.P.)

(State Government Funded University)

পড়ুন:  Assistant Professor: অতিথি শিক্ষক নিয়োগ করবে রাজ্যের এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, কোন বিষয়ের জন্য শূন্যপদ?

Advt. No. T/II/2024

Dated: 05/10/2024|

Recruitment Notice

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!