সহকারী অধ্যাপক নিয়োগ: শ্যামা প্রসাদ মুখার্জি কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর।  সহকারী অধ্যাপক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হল। শ্যামা প্রসাদ মুখার্জি কলেজ (Women's) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 

1311
Assistant Professor Recruitment শিক্ষক নিয়োগ

সহকারী অধ্যাপক নিয়োগ: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর।  সহকারী অধ্যাপক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হল। শ্যামা প্রসাদ মুখার্জি কলেজ (Women’s) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।  আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন। 

7ম কেন্দ্রীয় বেতন কমিশন ম্যাট্রিক্সের অ্যাকাডেমিক পে লেভেল 10-এ সহকারী অধ্যাপক পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে ওয়েব-লিংক https://colrec.uod.ac.in-এ উপলব্ধ নির্ধারিত আবেদনপত্রে অনলাইন আবেদনের আমন্ত্রণ জানানো হয়েছে। আবেদন প্রাপ্তির শেষ তারিখ 02-11-2024 বা এমপ্লয়মেন্ট নিউজে বিজ্ঞাপন প্রকাশের তারিখ থেকে দুই সপ্তাহ, যেটি পরে। বিস্তারিত জানার জন্য, অনুগ্রহ করে কলেজের ওয়েবসাইট http://spm.du.ac.in দেখুন।

সহকারী অধ্যাপকের পদের ক্যাটাগরি অনুযায়ী বিশদ বিবরণ

আবেদনকারীদের এই বিষয়ে আপডেটের জন্য কলেজের ওয়েবসাইট http://spm.du.ac.in দেখার পরামর্শ দেওয়া হচ্ছে। এই ইস্যুতে টেলিফোনের প্রশ্ন গ্রহণ করা হবে না। শেষ মুহূর্তের ভিড় এড়াতে, আবেদনকারীদের তাড়াতাড়ি আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে। কোনো প্রযুক্তিগত সমস্যার ক্ষেত্রে, আবেদনকারীরা তাদের সমস্যা কলেজের মেইল ​​recruitment@spm.du.ac.in-এ মেইল ​​করতে পারেন।  যেকোনো সংযোজন/শুদ্ধি শুধুমাত্র কলেজের ওয়েবসাইটে পোস্ট করা হবে।

পড়ুন:  Head Teacher: প্রধান শিক্ষক পদে নিয়োগ নিয়ে নোটিশ দেওয়া হল, জেনেনিন বিস্তারিত

SHYAMA PRASAD MUKHERJI COLLEGE (FOR WOMEN)

UNIVERSITY OF DELHI

Punjabi Bagh (West), New Delhi – 110026

Ph: 011-25224499, Email: spmcollegedu@gmail.com

Advt. No. SPMC/Advt/Teaching/2024/1 dated 9-10-2024