Assistant Professor Recruitment: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। কলকাতার খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান লোরেটো কলেজে ইংরেজি বিভাগে সহকারী অধ্যাপক (পূর্ণকালীন, UGC সাবস্ট্যান্টিভ) পদে নিয়োগ দেওয়া হবে। এই মর্মে যোগ্য প্রার্থীদের কাছ আবেদনের আহ্বান করা হয়েছে।
প্রয়োজনীয় যোগ্যতা
– ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর (MA) ডিগ্রি সহ ন্যূনতম ৫৫% নম্বর থাকতে হবে।
– NET/SLET/SET পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
আবেদনের পদ্ধতি ও তারিখ
– আবেদনের শুরু: ১১ এপ্রিল, ২০২৫
– আবেদনের শেষ তারিখ: ০২ মে, ২০২৫
– প্রার্থীদের অবশ্যই কলেজের অফিসিয়াল ওয়েবসাইট [www.loretocollege.in](http://www.loretocollege.in)-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
শুধুমাত্র প্রপার চ্যানেল (সঠিক পদ্ধতি) এর মাধ্যমে জমা করা আবেদনপত্র বিবেচনা করা হবে। নিয়োগ সংক্রান্ত যেকোনো আপডেট বা বিস্তারিত তথ্যের জন্য কলেজের অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে হবে।