Assistant Professor Recruitment: খুব ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। একাধিক বিষয়ে অতিথি শিক্ষক নিয়োগ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। ইংরেজি, গণিত, ভূগোল, মডেলিং, সহ একাধিক বিষয়ে শিক্ষকতার সুযোগ। সব মিলিয়ে শূন্যপদ রয়েছে ১১টি। আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন।
সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানের পাঠভবনের তরফে এই নিয়োগ। অতিথি শিক্ষক (প্রশিক্ষিত স্নাতক স্তর ও স্নাতকোত্তর স্তরের শিক্ষক) নিয়োগ করা হবে। ইংরেজি, গণিত, ভূগোল, মডেলিং, রসায়ন, অর্থনীতি এবং উড ওয়ার্ক বিষয়ে শিক্ষকতার সুযোগ। সব মিলিয়ে শূন্যপদ রয়েছে ১১টি। প্রতি মাসে বেতন দেওয়া হবে ১২ হাজার টাকা। আবেদনের জন্য প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা
প্রশিক্ষিত স্নাতক স্তরের শিক্ষক বিভাগে আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, সেন্টার টিচার এলিজিবিলিটি টেস্ট উত্তীর্ণ হওয়া চাই। স্নাতকোত্তর স্তরের শিক্ষক বিভাগে আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। পাশাপাশি বিএড উত্তীর্ণ হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
আবেদন প্রক্রিয়া
আগ্রহীরা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘কেরিয়ার’ বিভাগে গেলে বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২৩ জানুয়ারি। ওই দিন বেলা ১২টা পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ে ডাকা হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে অনুগ্রহ করে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।