আসামে 4500 শূন্যপদে শিক্ষক নিয়োগ চলছে! পশ্চিমবঙ্গের প্রার্থীরা কি আবেদন করতে পারবেন?

4697
আপার প্রাইমারি শিক্ষক পে স্কেল

নিউজ ডেস্ক: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। আসামের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DEE) নিম্ন প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে 4500 শিক্ষক নিয়োগ করতে চলেছে। ৩ মার্চ থেকে অধিদপ্তরের ওয়েবসাইট dee.assam.gov.in-এ গিয়ে এর জন্য অনলাইনে আবেদন করা যাবে। এর মধ্যে 299টি শূন্যপদ নিম্ন প্রাথমিকে সহকারী শিক্ষকের জন্য। বাকি 1600টি শূন্যপদ উচ্চ প্রাথমিকে বিজ্ঞান ও হিন্দি শিক্ষকদের জন্য। অধিদপ্তর জানিয়েছে যে প্রতিটি জেলা এবং বিভাগের জন্য পৃথক মেধা তালিকা জারি করা হবে।

পড়ুন:  B.Ed প্রার্থীদের জন্য খারাপ খবর! রেলে শিক্ষক নিয়োগের সংশোধিত যোগ্যতা বিধি প্রকাশ করা হল

শিক্ষক পদের জন্য যোগ্যতা

প্রার্থীদের অবশ্যই আসাম TET বা CTET পাশ করতে হবে। (এটি তারা নিম্ন প্রাথমিক বা উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের জন্য আবেদন করছে কিনা তার উপর নির্ভর করে) CTET বা আসাম TET-এর যেকোনো একটি ভাষা (ভাষা-1 বা ভাষা-2) যে স্কুলের জন্য আবেদন করছে সেই স্কুলের শিক্ষার মাধ্যমের সাথে এক হওয়া উচিত।  

পড়ুন:  WBPSC Recruitment: খাদ্য দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি দিল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন

 – কমপক্ষে ৫০ শতাংশ নম্বর নিয়ে দ্বাদশ পাস হতে হবে। এছাড়াও দুই বছরের D.El.Ed বা এর সমমানের কোর্স করতে হবে। নিম্ন প্রাথমিকের জন্য, D.El.Ed-এও 50 শতাংশ নম্বর থাকতে হবে।

উচ্চ প্রাথমিকে শিক্ষক হতে হলে স্নাতকের পাশাপাশি দুই বছরের ডিএলএড বা বিএড থাকতে হবে। এছাড়াও, CTET বা আসাম TET পাশ করতে হবে।

পড়ুন:  Teacher Recruitment: রাজ্যের এই কেন্দ্রীয় বিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগ চলছে, আবেদন করুন

প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর হতে হবে। সংরক্ষিত বিভাগে পড়া প্রার্থীদের নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমা ছাড় দেওয়া হবে।

শিক্ষক পদে নির্বাচন কীভাবে হবে?

আসামে শিক্ষক পদের জন্য নির্বাচন হবে যোগ্যতার ভিত্তিতে। এ ছাড়া কোনো লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকার হবে না।

বিজ্ঞপ্তি ডাউনলোড করুন