Homeপশ্চিমবঙ্গবহুদিনের দাবি মিটল! ৩ বা ৪% নয়, একধাক্কায় ভাতা বাড়ল ৭ গুণ!...

বহুদিনের দাবি মিটল! ৩ বা ৪% নয়, একধাক্কায় ভাতা বাড়ল ৭ গুণ! পকেট ভারী হবে বাংলার এই সরকারি কর্মীদের

মহার্ঘ ভাতা বাড়বে কি বাড়বে না, তা নিয়ে রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে সংশয় থাকলেও কিছুটা স্বস্তির খবর পেলেন এরাজ্যের সরকারি শিক্ষকদের একাংশ।

নিউজ ডেস্ক: কেন্দ্র সরকার মহার্ঘ ভাতা দিয়েই চলছে, তবে এরাজ্যের মহার্ঘ ভাতার দেখা নেই। মহার্ঘ ভাতা বাড়বে কি বাড়বে না, তা নিয়ে রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে সংশয় থাকলেও কিছুটা স্বস্তির খবর পেলেন এরাজ্যের সরকারি শিক্ষকদের একাংশ। এবার প্রায় ৫ থেকে ৭ গুণ বেশি হারে এক বিশেষ ভাতা পেতে চলেছেন তাঁরা। এই নিয়ে বিজ্ঞপ্তি দারি করা হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, উচ্চমাধ্যমিক পরীক্ষা ব্যবস্থা পরিচালনার সঙ্গে যুক্ত শিক্ষকদের ৫ থেকে ৭ গুণ অতিরিক্ত ভাতা দেওয়া হবে বলে ঘোষণা করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন এই বিষয়ে বলেন, ‘মধ্যশিক্ষা পর্ষদ দু’বছর আগেই পরীক্ষাকেন্দ্রের ইনচার্জ, সুপারভাইজারদের ভাতা বাড়িয়েছিল। এই আবহে আমাদের কাছেও ভাতা বৃদ্ধির দাবি আসছিল। উচ্চমাধ্যমিক পরীক্ষার কাজে বহু শিক্ষক ও শিক্ষাকর্মীরা যুক্ত থাকেন। সেই দিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত।’

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবছর থেকে ডিআই-রা পাবেন ২ হাজার টাকা। জয়েন্ট কনভেনররা পাবেন জয়েন্ট কনভেনররা পাবেন ২৫০০ টাকা। তাঁর অধীনে থাকা ডিএসি-রা পাবেন ১৫০০ টাকা। পরীক্ষার ভেন্যুর দায়িত্বে থাকা কাউন্সিল নমিনি পাবেন ৬০০ টাকা । সেন্টার ইনচার্জ পাবেন ১৫০০ টাকা। ভেন্যু সুপারভাইজারও পাবেন ১৫০০ টাকা। যারা প্রশ্ন দেখভাল করবেন, তাঁরা পাবেন ৭০০ টাকা।

পড়ুন:  DA HIKE: বকেয়া ডিএ মেটানো হবে কিস্তিতে, ষষ্ঠ বেতন কমিশনের আওতায় রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা করা হল

এর আগে উচ্চমাধ্যমিক পরীক্ষাকেন্দ্রের ইনচার্জরা ৩০০ টাকা ভাতা পেতেন। উল্লেখ্য, শিক্ষকদের পাশাপাশি বিদ্যালয় পরিদর্শক বা ডিআই অফিসের আধিকারিকরাও এই দায়িত্ব পালন করে থাকেন। এদিকে সেন্টার সেক্রেটারিরাও ভাতা বাবদ এর আগে ৩০০ টাকা পেতেন। ভেন্যু সুপারভাইজারদের ভাতা ছিল মাত্র ১৫০ টাকা।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!