Homeপশ্চিমবঙ্গPhD Admission: গবেষণা করতে ইচ্ছুক প্রার্থীদের জন্য ভালো খবর, পিএইচডি ভর্তির আবেদন...

PhD Admission: গবেষণা করতে ইচ্ছুক প্রার্থীদের জন্য ভালো খবর, পিএইচডি ভর্তির আবেদন চলছে

PhD Admission Notification: গবেষণা করতে ইচ্ছুক প্রার্থীদের জন্য ভালো খবর। গবেষক নিয়োগ করছে আলিয়া বিশ্ববিদ্যালয়। এই মর্মে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা পিএইচডি (PhD) করতে ইচ্ছুক হলে আবেদন করতে পারেন। আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হল।

APPLICATION FOR ADMISSION TO THE PH.D. PROGRAMME 2024-25

(i) Arabic, (ii) Bengali, (iii) English, (iv) Urdu, (v) Journalism and Mass Communication, (vi) Economics, (vii) History, (viii) Education, (ix) Geography, (x) Physics, (xi) Chemistry, (xii) Mathematics and Statistics, (xiii) Biological Sciences, (xiv) Civil Engg., (xv) Computer Science and Engg., (xvi) Electrical Engg., (xvii) Electronics & Communication Engg., (xviii) Mechanical Engg., (xix) Management and Business Administration (MBA), (xx) Islamic Theology, and (xxi) Islamic Studies.

যোগ্যতা

পড়ুন:  রিসার্চ ফেলো নেবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, শূন্যপদ ১৭টি, মাসে দেওয়া হবে ১৮ হাজার থেকে ২০ হাজার টাকা

UGC র নির্ধারিত যোগ্যতা থাকতে হবে। প্রার্থীদের স্নাতকোত্তর স্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। তবে সংরক্ষিত প্রার্থীদের নম্বরে ৫ শতাংশ ছাড় দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারি। আবেদনের হার্ড কপি পৌঁছাতে হবে ৫ই মার্চের মধ্যে। আগ্রহী প্রার্থীরা www.aliah.ac.in ওয়েবসাইটে ভিজিট করতে পারেন, এর পাশাপাশি phdadmission_au@aliah.ac.in মেল করে বিস্তারিত জানতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments