Homeভারতঅযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস প্রয়াত, কি হয়েছিল?

অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস প্রয়াত, কি হয়েছিল?

নিউজ ডেস্ক: প্রয়াত অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস। বেশ কিছুদিন ধরেই গুরুতর অসুস্থ ছিলেন তিনি। চিকিৎসা চলছিল, তবে শেষরক্ষা হলনা। 

জানা যাচ্ছে, সপ্তাহখানেক আগে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। এরপর থেকেই সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে (SGPGI)- তাঁর চিকিৎসা চলছিল। বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৮৫ বছর বয়সি এই পুরোহিত।

রাম মন্দির আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদকাণ্ডের সময় সত্যেন্দ্র দাস রাম মন্দিরের অস্থায়ী পুরোহিত ছিলেন। সেই থেকেই তিনি রামলালার সেবায় নিয়োজিত ছিলেন। ধীরে ধীরে তিনি  মন্দিরের প্রধান পুরোহিত পদে উন্নীত হন। নির্বাণী আখড়ার সঙ্গে যুক্ত ছিলেন সত্যেন্দ্র দাস।  

পড়ুন:  অবসরের আগে বিচারপতি চন্দ্রচূড় কোনও বিতর্কে জড়াতে চান না! এসএসসি, আরজিকর মামলার ভবিষ্যৎ কি?

২০২৪ সালে নতুন মন্দিরে রামলালার অভিষেকের সময়  পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাসের সঙ্গে সারা দেশের মানুষের পরিচয় ঘটে বিভিন্ন সংবাদমাধ্যম মারফত। বিশ্ব হিন্দু পরিষদের অযোধ্যার মুখপাত্র শরদ শর্মা সংবাদ সংস্থা পিটিআইকে জানান, সত্যেন্দ্র খুব সম্মাননীয় ব্যক্তি ছিলেন। অযোধ্যা আন্দোলনের ইতিহাস তাঁর হৃদয়ে লেখা ছিল। আচার্য সত্যেন্দ্র দাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যোগী আদিত্যনাথ। পাশাপাশি, শোক প্রকাশ করেছেন অনেকেই। 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments