নজিরবিহীন: শিক্ষককে সশ্রম ১১১ বছরের কারাদণ্ড দেওয়া হল, ঘটনা জানলে আপনি অবাক হবেন

605
গ্রেফতার শিক্ষক

নিউজ ডেস্ক: এবার এক স্কুল শিক্ষককে সশ্রম ১১১ বছরের কারাদণ্ড দেওয়া হল। ঘটনাটি কেরলের তিরুবনন্তপুরমের। পাঁচ বছর আগের এক ধর্ষণের ঘটনায় দোষী এক স্কুল শিক্ষককে ১১১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হল। শুধু তাই নয়, ১.০৫ লক্ষ টাকা জরিমানা করল তিরুবনন্তপুরমের বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত।

পড়ুন:  Big News: বাতিল ইউজিসি কেয়ার লিস্ট, জার্নাল তালিকা প্রকাশের দায়িত্বে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিই

দোষী মনোজ সরকারি চাকুরে। চাকরির পাশাপাশি সে টিউশন করত। জানা গেছে, একাদশ শ্রেণির এক ছাত্রীকে দিনের পর দিন ধর্ষণ করার অভিযোগে মনোজকে গ্রেপ্তার করা হয়। মামলা চলাকালীন আদালতে সে দোষ স্বীকার করে। বিচারক আর রেখা ১১১ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা দিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, জরিমানার টাকা দিতে না পারলে দোষীকে আরও এক বছর কারাদণ্ড ভোগ করতে হবে।

খবরে প্রকাশ, স্বামীর অপরাধের কথা জানতে পেরে মনোজের স্ত্রী আত্মহত্যা করেন। ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পড়ুন:  নজিরবিহীন: SSC পরীক্ষা না দিয়েই শিক্ষক পদে চাকরি! গ্রেফতার সেই প্রধান শিক্ষক

দীর্ঘ মেয়াদের এই কারাবাসের শাস্তির খবরে গোটা দেশে কৌতূহল তৈরি হয়েছে।