Homeউত্তরবঙ্গভয়াবহ ভাবে খুন হলেন স্কুল শিক্ষক, মুখে ঢোকানো কাটা গোপনাঙ্গ! কি কারণে...

ভয়াবহ ভাবে খুন হলেন স্কুল শিক্ষক, মুখে ঢোকানো কাটা গোপনাঙ্গ! কি কারণে এই নৃশংসতা? যা জানা গেল

ধার নিয়ে শোধ দেননি ওই শিক্ষক। সেই বদলা নিতে নৃশংসভাবে খুন করা হল তাঁকে। এমনই তথ্য সামনে এসেছে। রবিবার রাতে জয়গাঁ থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলেন....

নিউজ ডেস্ক: ভয়াবহ ভাবে খুন করা হল এক স্কুল শিক্ষককে। মুখে ঢোকানো কাটা গোপনাঙ্গ! শিক্ষক খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এল।  এই ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করল আলিপুরদুয়ারের পুলিশ।

ধার নিয়ে শোধ দেননি ওই শিক্ষক। সেই বদলা নিতে নৃশংসভাবে খুন করা হল তাঁকে। এমনই তথ্য সামনে এসেছে। রবিবার রাতে জয়গাঁ থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলেন পান্ডু রাই এবং বিজয় সুব্বা। সোমবার তাদের আদালতে তুলে ১৪ দিনের হেফাজতে নিয়েছে পুলিশ।

জানা যাচ্ছে, জওগাঁওতে সত্যবীর লামা নামে এক শিক্ষকের মৃতদেহ উদ্ধার করা হয় শনিবার। স্থানীয়দের দাবি, মৃতদেহটি ভয়াবহ অবস্থায় উদ্ধার করা হয়। স্কুলশিক্ষকের যৌনাঙ্গ কেটে তার মুখে ঢুকিয়ে দেওয়া হয়েছে। রক্তে ভেসে যাচ্ছিল চারদিক। স্থানীয়দের দাবি, জয়গাঁর সুকরাজোত এলাকায় বেশ কয়েক বছর ধরে একটি স্কুল খুলে স্কুল চালাতেন।

মাত্র ৪ দিনের মধ্যে সেই খুনের কিনারা করল পুলিশ। সাংবাদিক সম্মেলন করে জয়গাঁর এসডিপিও প্রশান্ত দেবনাথের দাবি, ২০ হাজার টাকার জন্যই তাঁকে খুন করা হয়েছে। কিছুদিন আগে তিনি টাকা ধার করেছিলেন কিন্তু সেই টাকা শোধ করেননি। তা নিয়ে দিন কয়েক ধরে বাদানুবাদ চলছিল। খুনের রাতে টাকা ফেরত দেওয়ার কথা ছিল কিন্তু টাকা না দেওয়ায় এই হত্যাকাণ্ড। তবে তিনি কী কারণে টাকা ধার করেছিলেন তা স্পষ্ট নয়। আর কেউ এর সঙ্গে যুক্ত কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

পড়ুন:  BIG NEWS: শিক্ষিকার করা মামলায় জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতিকে গ্রেফতারের নির্দেশ হাইকোর্টের, ঘটনায় তুমুল শোরগোল
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments