HomeSouth Bengalশোক সংবাদ: স্টেশনে পড়ে থেকেই প্রাক্তন প্রধান শিক্ষকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

শোক সংবাদ: স্টেশনে পড়ে থেকেই প্রাক্তন প্রধান শিক্ষকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

স্টেশনে পড়ে থেকে মৃত্যু হল প্রাক্তন প্রধান শিক্ষকের। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। রানাঘাট-কৃষ্ণনগর ট্রেনে এক যাত্রী অসুস্থ হয়ে পড়ায় ওই প্রাক্তন প্রধান শিক্ষককে স্টেশনে নামিয়ে দিয়েছিলেন সহযাত্রীরা।

প্রাক্তন প্রধান শিক্ষকের মৃত্যু: স্টেশনে পড়ে থেকে মৃত্যু হল প্রাক্তন প্রধান শিক্ষকের। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। রানাঘাট-কৃষ্ণনগর ট্রেনে এক যাত্রী অসুস্থ হয়ে পড়ায় ওই প্রাক্তন প্রধান শিক্ষককে স্টেশনে নামিয়ে দিয়েছিলেন সহযাত্রীরা। সেখানে বিনা চিকিৎসায় দু’ঘণ্টা পড়ে থেকে মৃত্যু হয়েছে তাঁর। ঘটনায় ক্ষোভের মুখে পড়েছেন জিআরপি কর্মীরা।

রবিবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট-কৃষ্ণনগর ট্রেন লাইনের তাহেরপুর স্টেশনে। মৃতের নাম প্রদীপ বিশ্বাস (৬২)। কৃষ্ণনগর লাগোয়া গোবরাপোতা নেতাজি হাই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন তিনি। বাড়ি কৃষ্ণনগরে।

অসুস্থ হয়ে স্টেশনের প্লাটফর্মে পড়ে থাকলেও কেন তাঁকে হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করা হলো না, সে প্রশ্ন তুলে বিক্ষোভ দেখান মৃতের আত্মীয়-পরিজন। 

পরিবারের সদস্যদের বক্তব্য, প্রদীপ বাবুর ফোন থেকেই এক রেল কর্মী তাদের অসুস্থতার কথা জানিয়েছিলেন। তবে তারা পৌঁছে দু’নম্বর প্ল্যাটফর্মে রোদের মধ্যে একটা পিলারে হেলান দেওয়া অবস্থায় প্রদীপ বাবুর মৃতদেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে বীরনগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের জানান প্রদীপ বাবুর আগেই মৃত্যু হয়েছে। 

পড়ুন:  সরকারের সহযোগিতায় স্বাস্থ্য বীমা মেলেনি! দুই জেলায় শিক্ষকদের প্রথম স্বাস্থ্য পরীক্ষা শিবির সম্পন্ন হল




যদিও শিয়ালদহ ডিভিশনের তরফে জানানো হয়েছে, ওই ব্যক্তিকে বীরনগরের স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়েছিল জিআরপি। দুপুর ১:৩০ নাগাদ খবর আসে তিনি মারা গিয়েছেন। ফলে তিনি যে দীর্ঘক্ষণ রেল স্টেশনে পড়ে ছিলেন সেই দাবি মিথ্যে।




RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!