Homeউত্তরবঙ্গশোক সংবাদ: নিখোঁজ শিক্ষকের রহস্যমৃত্যু! বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার হল ক্ষতবিক্ষত দেহ

শোক সংবাদ: নিখোঁজ শিক্ষকের রহস্যমৃত্যু! বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার হল ক্ষতবিক্ষত দেহ

সুকান্তের বাবা-মায়ের অভিযোগ, পাপ্পু যাদব নামে এক সুদখোরের কাছ থেকে ২ লক্ষ ৪০ হাজার টাকা ধার করেছিলেন সুকান্ত। যার জন্য প্রতি মাসে ২৪ হাজার টাকা সুদ দিতে বাধা হচ্ছিলেন।

নিউজ ডেস্ক: এবার এক অত্যন্ত দুঃখজনক খবর সামনে এল। নিখোঁজ শিক্ষকের রহস্যমৃত্যু! বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার হল দেহ। ৭২ ঘণ্টা পর নিখোঁজ প্রাথমিক শিক্ষক সুকান্ত চক্রবর্তীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধারকে ঘিরে রহস্য তৈরি হয়েছে। বাংলাদেশ সীমান্তের আত্রেয়ী নদী থেকে উদ্ধার হয় মৃতদেহটি। বৃহস্পতিবার এই ঘটনাকে ঘিরে তুমুল হইচই পরিস্থিতি তৈরি হয়েছে বালুরঘাট শহরের পাওয়ার হাউজ স্কুলপাড়া এলাকায়।

এই নিয়ে পরিবারের অভিযোগ, সুদখোরের জালেই খুন হয়েছেন সুকান্ত। তাদের আরও দাবি, সুকান্তকে নৃশংসভাবে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে।সুকান্তের বাবা-মায়ের অভিযোগ, পাপ্পু যাদব নামে এক সুদখোরের কাছ থেকে ২ লক্ষ ৪০ হাজার টাকা ধার করেছিলেন সুকান্ত। যার জন্য প্রতি মাসে ২৪ হাজার টাকা সুদ দিতে বাধা হচ্ছিলেন। অর্থের চাপে তার জীবন বিষাদময় হয়ে উঠেছিল।

সুকান্তের বাবা বলেন, ও বারবার বলত, ওই লোকগুলি খুবই ভয়ংকর। নিখোঁজ হওয়ার ঠিক আগে সগুনা চৌধুরীর সঙ্গে তার শেষ কথা হয়। বাংলাদেশ সীমান্তের কাছে আত্রেয়ী নদীতে এক অজ্ঞাত পরিচয়ের দেহ উদ্ধার হতেই সুকান্তের বাবা-মা সেটিকে তাদের ছেলের দেহ বলেই শনাক্ত করেন।

পরিবারের দাবি, সুদখোর চলেনা চাপে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন সুকান্ত। পাপ্পু যাদব এবং তার সঙ্গীদের প্রভাবশালী চক্র তাকে হুমকি দিচ্ছিল বলেও দাবি তাদের স্থানীয়রা এই মৃত্যুকে সুদের জালে আটকে পড়া একজন সাধার শিক্ষকের নির্মম পরিণতি হিসেবে দেখছেন। ছেলের খুনিদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়ার পাশাপাশি মৃতদেহটির ম্যাজিষ্ট্রেট পর্যায়ের তদন্তের দাবিও জানিয়েছেন মৃতের বাবা-মা।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!