Homeভারতঅবিশ্বাস্য: ‘আমার শাশুড়ি যেন দ্রুত মারা যান’! বার্তা-সহ ২০ টাকার নোট জমা...

অবিশ্বাস্য: ‘আমার শাশুড়ি যেন দ্রুত মারা যান’! বার্তা-সহ ২০ টাকার নোট জমা মন্দিরের দানবাক্সে, ঘটনা ঘিরে হইচই

নিউজ ডেস্ক: এবার একটি অবাক করা ঘটনা সামনে এল। শাশুড়ি যেন দ্রুত মারা যান’! বার্তা-সহ ২০ টাকার নোট পড়ল মন্দিরের দানবাক্সে। এই ঘটনা সামনে আসতেই হইচই নেটমাধ্যমে।অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি ঘটেছে কর্নাটকের কালবুর্গিতে। 

নোটটি মিলেছে কালাবুর্গির আফজলপুরের কাটাদরগি এলাকার ভাগ্যবন্তী দেবী মন্দিরের দানবাক্সে। সেই নোটের ছবি প্রকাশ্যে আসতেই হইচই পড়েছে সমাজমাধ্যমে। 

দোমড়ানো-মোচড়ানো কুড়ি টাকার নোটের উপর নীল কালিতে লেখা একটি লাইন নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষ এক ইচ্ছার কথা লেখা রয়েছে ওই নোটে। বাংলায় যার অর্থ দাঁড়ায়, ‘‘আমার শাশুড়ি যেন তাড়াতাড়ি মরা যান।’’ নোটটি মিলেছে কালবুর্গির আফজলপুরের কাটাদরগি এলাকার ভাগ্যবন্তী দেবী মন্দিরের দানবাক্সে।

এই বিষয়ে মন্দিরের আধিকারিকদের মতে, এই বছর দানবাক্স বা ‘হুন্ডি’ থেকে নগদ প্রায় ৬০ লক্ষ টাকা এবং এক কেজি রুপোর সামগ্রী সংগ্রহ করা হয়েছে। দানবাক্স খুলতেই অন্য অনেক নোটের সঙ্গে বিশেষ ওই ২০ টাকার নোটটিও বেরিয়ে আসে। নোটটির উপর নীল কালিতে লেখা, ‘‘আমার শ্বাশুড়ি যেন তাড়াতাড়ি মারা যান।’’ 

পড়ুন:  NEET UG 2025: NTA সংশোধিত পরীক্ষার প্যাটার্ন প্রকাশ করল, বাতিল করা হল ঐচ্ছিক প্রশ্ন

এই নোটের ছবি প্রকাশ্যে আসতেই হইচই পড়েছে সমাজমাধ্যমে। নোটের ছবি দেখে মজার মজার মন্তব্য করতেও ছাড়ছেন না নেটাগরিকেরা। অনেকে আবার নোটের মালিককে ‘অসুস্থ’ বলে নিন্দাও করেছেন।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments