Homeপশ্চিমবঙ্গ'তুমি কি আমার জন্য জীবন দিতে পারবে?', ভালোবাসার প্রমান দিতে স্ত্রীকে ভিডিয়ো...

‘তুমি কি আমার জন্য জীবন দিতে পারবে?’, ভালোবাসার প্রমান দিতে স্ত্রীকে ভিডিয়ো কল করতে করতেই গলায় দড়ি স্বামীর…

নিউজ ডেস্ক: এবার এক অত্যন্ত দুঃখজনক খবর সামনেএল। ‘তুমি কি আমার জন্য জীবন দিতে পারবে?’, স্ত্রীকে ভিডিয়ো কল করতে করতেই গলায় দড়ি স্বামীর। ভালোবাসার প্রমাণ দিতে গিয়েই এই পরিণাম! এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার সাহাপুরের দুই নম্বর বিমল দাস কলোনি এলাকায়। 

ভালোবাসা করেই বিয়ে হয়েছিল। সুরজিৎ হালদার (২৪)। পেশায় একজন একজন দর্জি ছিলেন সুরজিত্‍। গত নয় মাস আগে বৈষ্ণব নগর থানা এলাকার বাসিন্দা জয়তিকা মণ্ডলের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর ভাদ্র মাস কাটানোর নাম করে স্ত্রী চলে যায় বাপের বাড়ি। আর ফেরেনি। 

মৃতের পরিবারের দাবি ভিডিয়ো কলে স্বামী-স্ত্রীর প্রতিদিন কথা, ঝগড়া হত। আচমকাই স্ত্রীকে ভিডিয়ো কল করে আত্মঘাতী হল স্বামী। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা বিমল দাস কলোনি এলাকা জুড়ে।

এই বিষয়ে মৃতর দিদি মৌ হালদার জানান, ভাইয়ের স্ত্রী ভাইকে ভিডিয়ো কলে ব্ল্যাকমেল করত এবং যখন তখন বলত তুমি আমাকে কত ভালবাসো তার প্রমাণ দিতে হবে এবং এও বলত তুমি আমার জন্য জীবন দিতে পারবে কিনা, তারই প্রমাণ দিতে গিয়ে জীবন দিয়ে খেসারত দিতে হল আমার ভাইকে, এই মৃত্যুর পিছনে পুরো দায় আমার ভাইয়ের স্ত্রীর। কারণ গতকাল রাতে সুরজিৎ তাঁর স্ত্রীকে ভিডিয়ো কল করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ভালোবাসার প্রমাণ দিতে হল।

পড়ুন:  নজিরবিহীন: তাঁর সুপারিশেই ২২ জনের শিক্ষক পদে চাকরি হয়েছে! এবার নাম জোড়াল এই হেভিওয়েট প্রাক্তন মন্ত্রীর
RELATED ARTICLES

Most Popular

Recent Comments