Homeভারতকষ্টে আছি, তাই ১০০ গ্রাম মদ খেয়ে স্কুলে এসেছি! হাতেনাতে ধরা পড়তেই...

কষ্টে আছি, তাই ১০০ গ্রাম মদ খেয়ে স্কুলে এসেছি! হাতেনাতে ধরা পড়তেই  একি বললেন প্রধান শিক্ষক 

নিউজ ডেস্ক: স্কুলে ক্লাস চলাকালীন আচমকাই এলেন স্কুল পরিদর্শক। মত্ত অবস্থায় ক্লাস নিচ্ছেন শিক্ষক মহাশয়। কেন তিনি মোটি অবস্থায় ক্লাস নিচ্ছেন? কারণ জিজ্ঞেস করলে শিক্ষক বলেন, কষ্টে আছি, তাই মদ খেয়ে স্কুলে এসেছি

ঘটনাটি যোগী রাজ্য উত্তরপ্রদেশের। সীতাপুর জেলার শিক্ষা বিভাগের আধিকারিকরা হালুয়াপুর গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের সময় প্রধান শিক্ষককে মদ্যপ অবস্থায় দেখতে পেয়ে হতবাক হয়ে যান।

ওই প্রধান শিক্ষক শিক্ষকের নাম প্রদীপ শুক্লা। আধিকারিক অখিলেশ প্রতাপ সিং বলেছেন ওই শিক্ষককে ডিউটির সময় পান করা উপযুক্ত কিনা জানতে চাইলে বলেন, ”মুঝে বহুত দর্দ হো রাহা থা, ইসলিয়ে ১০০ গ্রাম লে লি” (আমি খুব কষ্টে আছি, তাই আমি ১০০ এমএল খেয়েছি)।”

প্রতিবেদনে বলা হয়েছে, বিএসএ এবং তার দল হঠাৎ করে  পরিদর্শনের জন্য স্কুলে গিয়েছিল।  BSA নিকটবর্তী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র (PHC) থেকে একজন ডাক্তারকে ডেকেছিল, যিনি প্রধান শিক্ষক মাতাল কিনা তা নিশ্চিত করার জন্য পরীক্ষা করেছিলেন।  তিনি মদ খেয়েছিলেন বলে জানা গেছে।

বিএসএ এবং প্রধান শিক্ষকের মধ্যে কথোপকথনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

পড়ুন:  Teacher Recruitment: বিপুল শূন্যপদে শিক্ষক নিয়োগ করছে এই রাজ্য; TGT, PGT মিলিয়ে 9389 পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে

প্রতিবেদনে বলা হয়েছে যে প্রধান শিক্ষককে বরখাস্ত করা হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।  ব্লক শিক্ষা অফিসারকে একটি তদন্ত পরিচালনা করার এবং একটি প্রতিবেদন জমা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।

বিদ্যালয়ের শিক্ষকরা কর্মকর্তাদের জানান, প্রধান শিক্ষক প্রায়ই মদ্যপ অবস্থায় বিদ্যালয়ে আসতেন।  কর্মকর্তারা প্রধান শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!