SSC: অযোগ্যদের বেতনের টাকা ফেরতের মামলা কলকাতা হাই কোর্টে, জেনেনিন বিস্তারিত

9565
কলকাতা হাইকোর্ট শিক্ষক নিয়োগ

নিউজ ডেস্ক: আজ কলকাতা হাইকোর্টে একটি গুরুত্বপুর্ন মামলার শুনানি আছে। অযোগ্যদের বেতন ফেরতে নিয়ে মামলার শুনানি হবে হাই কোর্টে। এসএসসির ২৬ হাজার চাকরি বাতিল মামলায় চিহ্নিত বা দাগি অযোগ্যদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টও একই নির্দেশ বহাল রেখেছে।

পড়ুন:  প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপুর্ন মামলা শুনবে কলকাতা হাইকোর্ট

কলকাতা হাইকোর্ট আরও জানিয়েছিল, ওই নিয়োগ প্রক্রিয়ার উদ্ধার হওয়া সব ওএমআর শিট এসএসসির ওয়েবসাইটে আপলোড করতে হবে। হাই কোর্টের ওই নির্দেশ বহাল রাখে সুপ্রিম কোর্ট। 

যদিও মূল মামলাকারীদের অভিযোগ, এত দিনেও আদালতের ওই নির্দেশ কার্যকর করা হয়নি। অযোগ্যদের কাছ থেকে টাকা ফেরত নিয়ে কোনও প্রক্রিয়া শুরু করেনি রাজ্য সরকার। 

এই অবস্থায় শিক্ষা দফতরের আধিকারিকদের বিরুদ্ধে তাঁরা আদালত অবমাননার মামলা করেন। আদালত মামলার অনুমতি দেয়। আজ ওই মামলাটির শুনানি রয়েছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। এখন দেখার কি নির্দেশ দেয় আদালত!

পড়ুন:  পশ্চিমবঙ্গ: বৈষম্য দূর করতে বড় পদক্ষেপ! বাংলার সরকারি কর্মী-অফিসারদের জন্য এল এই বড় খবর, জেনেনিন