Assistant Professor: সেন্ট জ়েভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে অধ্যাপনার সুযোগ, আবেদন করে ফেলুন দ্রুত

1083
Assistant Professor Recruitment শিক্ষক নিয়োগ

Assistant Professor Recruitment: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। সেন্ট জ়েভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সুযোগ এল। এই মর্মে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিসট্যান্ট প্রফেসর পদে নিযুক্তদের পারিশ্রমিক হবে যথাক্রমে মাসে ১,৪৪,২০০ টাকা, ১,৩১,৪০০ টাকা এবং ৫৭,৭০০ টাকা। আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন।

বিষয় ও শূন্যপদ 

বিশ্ববিদ্যালয় অধীনস্থ জ়েভিয়ার বিজ়নেস স্কুল, জ়েভিয়ার ল’ স্কুল, ফ্যাকাল্টি অফ কমার্স অ্যান্ড ম্যানেজমেন্ট, ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল স্টাডিজ় এবং ফ্যাকাল্টি অফ সায়েন্সের জন্য এই নিয়োগ। নিযুক্তদের ম্যানেজমেন্ট, আইন, বাণিজ্য, মাস কমিউনিকেশন, ইংরেজি এবং স্ট্যাটিস্টিক্সের মতো নানা বিষয় পড়াতে হবে। যদিও নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট শূন্যপদের বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।

পড়ুন:  DSSSB: PGT শিক্ষকের 432 টি পদের জন্য নিয়োগ, আজ আবেদনের শেষ তারিখ, জেনেনিন এক্ষুনি

শিক্ষাগত যোগ্যতা 

অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে আবেদনকারীদের আইনের স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ এবং স্নাতকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হওয়া জরুরি। পাশাপাশি থাকতে হবে পিএইচডি এবং ন্যূনতম এক বছর শিক্ষকতার অভিজ্ঞতাও। বাকি পদগুলির জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি স্থির করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে হবে।

পড়ুন:  51389 জন শিক্ষককে নিয়োগপত্র দেওয়া হল, আরও নিয়োগের ঘোষনা এই রাজ্যের মুখ্যমন্ত্রীর

আবেদন প্রক্রিয়া 

আগ্রহীদের এর জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। এর পর আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানাতেও ডাকযোগে পাঠিয়ে দিতে হবে। অনলাইন এবং অফলাইনে আবেদনের শেষ তারিখ যথাক্রমে ২০ এবং ২২ এপ্রিল। এর পর সমস্ত পদে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে।