SSC: চাকরিহারাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর! ‘২০১৬ সালের রুলের উপর..’

6579
শিক্ষকদের পেনশনে
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, ফাইল চিত্র

নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্ট থেকে বড় খবর সামনে এসেছে। আপাতত স্বস্থি মিলেছে যোগ্য শিক্ষকদের। সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি চাকরিহারাদের। কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে শীর্ষ আদলত। ৩১ ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এবার মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। চাকরিহারাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দিলেন শিক্ষামন্ত্রী।

সাংবাদিক বৈঠকে ব্রাত্য বসু এদিন শিক্ষামন্ত্রী বলেন, ‘যোগ্য অশিক্ষক কর্মীদের পাশে আছে সরকার। চাকরিহারাদের পাশে রাজ্য সরকার। আদালতের রায়কে সমর্থন জানাই। আইনি পরামর্শ নিয়ে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানাব। আইনি পরামর্শ নিয়ে রিভিউ পিটিশন। রায়ের কপি হাতে পেলে পরবর্তী পদক্ষেপ।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘যোগ্য অশিক্ষক কর্মীদের পাশেও আমরা আছি। মুখ্যমন্ত্রী তো স্বয়ং সাংবাদিক বৈঠক করে এটা জানিয়েছেন। ফলে আমি তাঁদেরও চিন্তা করতে বারণ করব। শিক্ষকদের ক্ষেত্রে আজকে যেমন রায় এসেছে। পরবর্তী ধাপে দেখা যাক। আমরা এক্ষেত্রেও সর্বতভাবে থাকব।’

OBC মামলা এবং নতুন পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ভাল করে যদি রায়টা পড়ে দেখেন, ২০১৬ সালের রুলের উপর নির্ভরশীল। তবে যতক্ষণ না রায় আসছে, পুরোটাই আইনি ব্যাপার।’

পড়ুন:  SSC ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলার শুনানি কি হল? আপডেট জেনেনিন

যারা যোগ্য রয়েছেন, তাঁদের মধ্য়ে অনেকেই এমন ছিলেন, যারা অন্য জায়গায় চাকরি করতেন, এবং তাঁদের ক্ষেত্রে একটা রায় ছিল, যেখানে তিন মাসের মধ্যে তাঁদের আগের অবস্থানে ফেরৎ দেওয়ার কথা ছিল। তাঁরা কি এখনও ডিসেম্বর অবধি চাকরি করতে পারবেন?

এই বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘এগুলি সবই টেকনিক্যাল ডিটেলস। মহামান্য সুপ্রিম কোর্ট, আমাদের একটি বোর্ডের, মধ্যশিক্ষা পর্ষদের আবেদন গ্রহণ করেছেন। তাঁরা যেটা বলেছেন,  পড়ুয়াদের ভবিষ্যত নিয়ে চিন্তিত। ৩১ ডিসেম্বর পর্যন্ত, শিক্ষকদের তাঁরা ধরে রাখতে বলেছেন। এবং পাশাপাশি, পরীক্ষার প্রস্তুতি নিতে বলেছেন। এর সঙ্গে আপনি যে টেকনিক্যাল বিষয়গুলি বলছেন, যতক্ষণ না রায় আমরা দেখতে পাচ্ছি, এবং আইনজীবীদের সঙ্গে পরামর্শ করতে না পারছি, এই মুহূর্তে তা নিয়ে কিছু বলা সম্ভব নয়।

পড়ুন:  যারা আইনজীবীকে হেনস্থা করেছে তাদের চিহ্নিত করুন: কলকাতা পুলিশকে কলকাতা হাইকোর্টের বড় নির্দেশ

ব্রাত্য ‘বলেন, ”মুখ্যমন্ত্রী যেমন বলেছেন ওদের পাশে পূর্ণ আইনি সহযোগিতা নিয়ে থাকব। এরপরেও যা যা করার সেগুলো করতে আমরা বদ্ধপরিকর। যোগ্য শিক্ষা কর্মীদের পাশেও আমরা আছি। চিন্তা করতে বারণ করব। শিক্ষকদের ক্ষেত্রে যেমন রায় এসেছে, পরবর্তী ক্ষেত্রে দেখা যাক শিক্ষা কর্মীদের ক্ষেত্রে কী হয়। 

আগামিকাল থেকে কারা স্কুলে যাবেন সেই নিয়ে কোনও তালিকা প্রকাশ করা হবে কি না জানতে চাওয়া হলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘এদিনের রায়ে কাল থেকে কারা স্কুলে যাবেন সেই নিয়ে শিক্ষকদের কোনও তালিকা প্রকাশের কথা মহামান্য আদালত বলেননি। তাই এরকম কোনও তালিকা প্রকাশের প্রশ্ন নেই। পূর্ব ঘোষণা অনুযায়ী, এসএসসি ২১ এপ্রিল পুরো প্যানেল খতিয়ে দেখে যোগ্য ও অযোগ্যদের একটি তালিকা প্রকাশ করবে। তালিকা প্রকাশ নিয়ে তথ্য দেবে এসএসসি।’

পড়ুন:  'চক্রান্ত করা হয়েছে, শিক্ষামন্ত্রী ঘোষণা করা যোগ্যদের সংখ্যার সাথে এসএসসি চেয়ারম্যানের সংখ্যা মিলছে না'

ব্রাত্য আরও বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে শিক্ষকদের মর্যাদা ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমরা লড়ে যাওয়ার চেষ্টা করব। আইনি পথে যা যা করা সম্ভব তার সবটাই করা হবে। আপনারা দয়া করে কাজে ফিরুন। মহামান্য আদালত যা রায় দিয়েছে, আমার মনে হয়, সেই নির্দেশ অনুযায়ী আপনাদের এখন পড়ুয়াদের কথা ভাবা উচিত এবং নিজ নিজ কর্মক্ষেত্রে ফেরত যাওয়া উচিত।’’