শোক সংবাদ: হঠাৎ করে সব শেষ! স্কুল শিক্ষকের মৃত্যু, ঘটনায় শোকের ছায়া নেমেছে

5001

নিউজ ডেস্ক: এবার একটি অত্যন্ত দুঃখজনক খবর সামনে এল। মৃত্যু হল এক স্কুল শিক্ষকের। আত্মহত্যা করেছেন ওই শিক্ষক। দক্ষিণ 24 পরগনা জয়নগরের টি. এস. সনাতন হাই স্কুলের শিক্ষক ছিলেন প্রনব কুমার নাইয়া। স্কুলে বাংলা বিষয় পড়াতেন তিনি। এই মৃত্যুর সঙ্গে অনেকেই SSC-2016 প্যানেল বাতিলের প্রসঙ্গ টানছেন। যদিও বিষয়টি সেরকম নয় বলেই জানা যাচ্ছে।

“মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি(STEA)” র দক্ষিণ ২৪ পরগণা জেলা সম্পাদক অনিমেষ হালদার সোস্যাল মিডিয়ায় লিখেছেন, “২০১৩ সালের এসএসসি থেকে নিযুক্ত সহকারী শিক্ষক ছিলেন তিনি। সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হওয়া SSC-2016 সালের প্যানেলের ক্যান্ডিডেট নয়। তবে তাঁর এই আকস্মিক আত্মহননের ঘটনা সত্যি। তিনি অত্যন্ত গরীব পরিবারের সন্তান ছিলেন। কিছু ব্যক্তিগত বা পারিবারিক কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। পুরো বিষয়টি এখন তদন্তের অধীন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় যেভাবে প্রণব বাবুকে ২০১৬ সালের ক্যানডিডেট বলা হচ্ছে এবং এই সংকটময় পরিস্থিতির মধ্যে যেভাবে আতঙ্ক ছড়ানো হচ্ছে তা অত্যন্ত দুঃখজনক নিন্দনীয়। তাই সকলকে অনুরোধ করব এ ধরনের কোন খবর পোস্ট করার আগে অবশ্যই প্রকৃত সত্য ঘটনাটি আগে ভালোকরে জানার চেষ্টা করুন। অহেতুক এই অসহায় ২৫৭৫২ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর মধ্যে এই মিথ্যে আতঙ্ক ছড়াবেন না।”

শিক্ষক সংগঠন “অল পোস্ট গ্র‍্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন” এর সম্পাদক চন্দন গরাই ফেসবুক পোস্টে লিখেছেন, “খুবই দুঃখের সাথে জানাচ্ছি, দক্ষিণ ২৪ পরগনার গোচরনের (জয়নগর-১) টি.এস সনাতন হাই স্কুলের শিক্ষক, অল পোস্ট গ্রাজুয়েট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দীর্ঘদিনের সদস্য প্রনব কুমার নাইয়া গতকাল পরলোক গমন করেছেন। পরিচিত মানুষের অকাল বিদায়ে অত্যন্ত বেদনাহত ও মর্মাহত। প্রনবদাকে শ্রদ্ধা চিত্তে স্মরণ করি। আত্মার চিরশান্তি কামনা করি। সকলকে জানাচ্ছি উনি এসএসসি -২০১৬ এর নিয়োগপ্রাপ্ত শিক্ষক নন।”

পড়ুন:  BED ADMISSION: শিক্ষক হতে চাওয়া প্রার্থীদের জন্য ভালো খবর, বিএড কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু