শিক্ষকদের প্রশাসনিক বদলি স্থগিত, গুরুত্বপুর্ন বিজ্ঞপ্তি প্রকাশ; গরমের ছুটি নিয়েও নোটিশ

1092
শিক্ষক শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

নিউজ ডেস্ক: স্কুল শিক্ষকদের বদলি নিয়ে গুরুত্বপুর্ন নোটিশ দিল পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দফতর। শিক্ষকদের প্রশাসনিক বদলি স্থগিত করা হল। এই মর্মে বিজ্ঞপ্তি দেওয়া হল।

স্কুল শিক্ষকদের যে প্রশাসনিক বদলি চলছিল, তা আপাতত স্থগিত রাখা হল। শুক্রবার শিক্ষা দফতর থেকে এমন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়ে পরবর্তী বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত এই বদলি স্থগিত বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। 

প্রশাসনিক বদলি নিয়ে এমনিতেই ক্ষোভ তৈরি হচ্ছিল। এই বদলি নিয়ে মামলাও হয়েছে। এবার তা স্থগিত করা হল। স্কুলগুলিতে বর্তমান পরিস্থিতিতে শিক্ষক ও পড়ুয়াদের অনুপাত যাতে বিঘ্নিত না হয়, সেই জন্যই এই বদলি স্থগিত বলে মনে করছে শিক্ষক মহল।

এদিকে, রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং মধ্যশিক্ষা পর্ষদ। তাতে বলা হয়েছে, আগামী ৩০ এপ্রিল থেকে স্কুলে গরমের ছুটি পড়বে। শুক্রবারের বিজ্ঞপ্তিতে ছুটি শুরুর দিন জানানো হলেও ফের কবে স্কুল খুলবে তা বলা হয়নি। এই বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, “তাপমাত্রার পরিস্থিতি দেখে দ্রুত স্কুল খোলার কথা জানানো হবে।”

পড়ুন:  আমি চাইব আমাদের সংগঠনের লোকই থাক! একি বললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু?