এবার পার্শ্ব-শিক্ষকদের নিয়ে নয়া ভাবনা, চাকরি-সঙ্কট কাটাতে বিকল্প পরিকল্পনা নিয়ে যা ভাবনা-চিন্তা করছে রাজ্য

5556
মমতা বন্দ্যোপাধ্যায় ব্রাত্য বসু

নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টের রায়ে সদ্যই ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি বাতিল হয়েছে। এরই মধ্যে পার্শ্ব-শিক্ষকদের নিয়ে নয়া ভাবনা রাজ্য সরকারের। চাকরি-সঙ্কটে বিকল্প পরিকল্পনা নিয়ে ভাবনা-চিন্তা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। 

সরকারি সূত্রে জানা যাচ্ছে, রাজ্যের শিক্ষা দফতর থেকে ফাইল পাঠানো হয়েছে অর্থ দফতরের কাছে। বিকাশ ভবনের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে পার্শ্ব-শিক্ষকদের বেতন বাড়ানোর জন্য। তবে অত্যন্ত ‘স্পর্শকাতার’ এই বিষয়ে কেউই কোথাও মুখ খুলছেন না।

সূত্রের খবর, বেতন বৃদ্ধি নিয়ে রাজ্যের শিক্ষা দফতর থেকে ফাইল পাঠানো হয়েছে অর্থ দফতরের কাছে। বিকাশ ভবনের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে পার্শ্ব-শিক্ষকদের বেতন বাড়ানোর জন্য। তাঁরা এখন মাসে প্রায় ১৩ হাজার টাকা পেয়ে থাকেন। সেই বেতন তিন গুণ বাড়ানোর প্রস্তাব আপাতত অর্থ দফতরের বিবেচনাধীন।

পড়ুন:  SSC-DA: ‘হাইভোল্টেজ’ মঙ্গলবার নিয়ে জোড়া চাপে রাজ্য সরকার, মিলবে কি 'সুপ্রিম' সুরাহা?

সূত্রের ইঙ্গিত, আদালতের রায়ে চাকরিহারাদের মধ্যে থেকে কয়েক দফায় পার্শ্ব-শিক্ষক হিসেবে নিযুক্ত করা হতে পারে বেতন বাড়ানোর পরে। তবে পদক্ষেপ চূড়ান্ত করার আগে সুপ্রিম কোর্টের রায়ের ব্যাখ্যা চেয়ে দায়ের হওয়া আবেদনের পরিণতি রাজ্য সরকার দেখে নিতে চাইছে।

চাকরিহারাদের বিকল্প নিয়োগের ব্যবস্থা করলে ফের কেউ মামলা করতে পারেন বলেও রাজ্য প্রশাসন আশঙ্কা করছে। তাই বিষয়টি নিয়ে আইন দফতরের কাছে বিশদে মতামত চাওয়া হয়েছে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মঙ্গলববারই মুখ্যসচিব মনোজ পন্থের তত্ত্বাবধানে আইন বিষয়ক একটি কমিটি গড়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের ছয় মন্ত্রী মলয় ঘটক, চন্দ্রিমা ভট্টাচার্য, ব্রাত্য বসু, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস এবং শশী পাঁজাকে সেই কমিটিতে রাখা হয়েছে।