Homeপশ্চিমবঙ্গরাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বড় আশার কথা শোনালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, জানালেন...

রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বড় আশার কথা শোনালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, জানালেন এই কথা

নিউজ ডেস্ক: জট ছেড়ে গেলেই বাংলায় শিক্ষক নিয়োগ হবে বলে আশা দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বাংলায় শিক্ষক নিয়োগের সমস্যা কবে মিটবে? আর কতদিন হাপিত্যেশ করে বসে থাকবেন চাকরি প্রার্থীরা? শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আশা দিলেন। শিক্ষক নিয়োগ নিয়ে বড় আশার কথা শোনালেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

ব্রাত্য বসু বলেন, ‘আদালতের মামলা একটা বড় প্রতিবন্ধকতা ছিল। কিন্তু যাবতীয় জট নিরসন করে ১০ হাজার নিয়োগ আমরা প্রাথমিকে করেছি। কিন্তু দুটি মামলা, একটা হল রোস্টারের মামলা সুপ্রিম কোর্টে স্থগিত থাকার ফলে নিয়োগ থমকে আছে। আশা করছি মুখ্যমন্ত্রী যেভাবে নির্দেশ দিয়েছিলেন বাকি জটগুলি যেভাবে ছাড়াতে পেরেছিলাম সেভাবেই আমরা জট ছাড়াতে পারব বলে আশা রাখছি। এইটুকু বলতে পারি এই জট ছেড়ে গেলে গোটা রাজ্যে আবার শিক্ষকের অপ্রতুলতা বা অসুবিধা একেবারেই হবে না।’ 

এরাজ্যের সরকারি প্রাথমিক স্কুলগুলিতে (Primary School) শিক্ষকের শুন্য সংখ্যা আছে ৫ হাজার ৬৩৫টি। তবে এই শূন্যপদের মধ্যে অধিকাংশই গ্রামে বলে জানালেন শিক্ষামন্ত্রী।

মঙ্গলবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ূন কবীর এই বিষয়ে প্রশ্ন করেছিলেন। যার জবাবে এই তথ্য দেন ব্রাত্য বসু। 

এদিন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, রাজ্যের প্রাথমিক স্কুলগুলোতে ২০২৩ সালে ৯৫০০নিয়োগ সম্ভব হয়েছে। এখনও প্রায় ৫৬৩৫ টি শূন্যপদ রয়েছে। আইনি জটিলতার কারণে নিয়োগ প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। তবে আশা করছি দ্রুত নিয়োগ হবে। ব্রাত্য বসু আশা করছেন দ্রুত আইনি জটিলতা কেটে যাবে, সেক্ষেত্রে দ্রুতই শিক্ষক নিয়োগ হবে। 

পড়ুন:  SSC: চলছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, গুরুত্বপুর্ন নোটিশ দিল স্কুল সার্ভিস কমিশন
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments