Homeপশ্চিমবঙ্গপশ্চিমবঙ্গ: সুপ্রিম কোর্টে চলা DA মামলা নিয়ে সরকারি কর্মীদের জন্য স্বস্তির খবর...

পশ্চিমবঙ্গ: সুপ্রিম কোর্টে চলা DA মামলা নিয়ে সরকারি কর্মীদের জন্য স্বস্তির খবর এল

নিউজ ডেস্ক: আড়াই বছরে এই প্রথম! সুপ্রিম কোর্টে চলা বকেয়া মহার্ঘ ভাতা (DA) মামলা নিয়ে রাজ্য সরকারি কর্মীদের জন্য কিছুটা স্বস্তির খবর এল। নিজের ফেসবুক পেজে একটি নতুন গুরুত্বপুর্ন পোস্ট করলেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। জানা গেল ফের কবে বাংলার ডিএ মামলা সুপ্রিম কোর্টে উঠবে।

মলয় মুখোপাধ্যায় জানান, ‘কর্মচারীদের জানানো যাচ্ছে যে বুধবার সুপ্রিম কোর্টে প্রকাশিত অ্যাডভান্স লিস্টের প্রেক্ষিতে আগামী ২৫ মার্চ ডিএ মামলাটি উঠছে। তবে বেঞ্চ এবং সিরিয়াল নম্বর এখনও তা জানা যায়নি, গেলে তা জানিয়ে দেওয়া হবে।’

রাজ্য সরকারি কর্মচারীদের অপর একটি সংগঠন ইউনিটি ফোরামের আহ্বায়ক মৃণ্ময় শ্রীমাণী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, ‘গত আড়াই বছরে এই প্রথম ডিএ মামলা সুপ্রিম কোর্টের অ্যাডভান্স লিস্টে প্রথম ১০০-র মধ্যে উঠেছে (অ্যাডভান্স লিস্টে ৯৫ নম্বরে আছে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা)।’ আর যে অ্যাডভান্স লিস্ট প্রকাশিত হয়েছে, সেটাকে ‘বিজয়ের প্রাক-মুহূর্ত’ বলে দাবি করেছেন।

রাজ্য সরকারি কর্মচারী কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় আগে জানিয়েছেন, “ডিএ অতিরিক্ত কিছু নয়, এটি আমাদের অধিকার। আমাদের মামলাটি ১৪ বার সুপ্রিম কোর্টে তালিকাভুক্ত হয়েছে কিন্তু এখনও শুনানি হয়নি। কিন্তু আমরা একটি গণতান্ত্রিক দেশ, আমরা লড়াই চালিয়ে যাব।”

পড়ুন:  SSC-TET মামলা: সুপ্রিম কোর্ট থেকে ভালো খবর পেতে চলেছেন পার্থ চট্টোপাধ্যায়
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments