Homeপশ্চিমবঙ্গবড় খবর: সরকারি চাকরি করেও ব্যক্তিগত ব্যবসা করলেই চাকরি বাতিল! কর্মীকে চাকরি...

বড় খবর: সরকারি চাকরি করেও ব্যক্তিগত ব্যবসা করলেই চাকরি বাতিল! কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করল নবান্ন

নিউজ ডেস্ক: সরকারি চাকুরে হয়েও প্রোমোটিং ব্যবসায় যুক্ত! অভিযোগ প্রমাণে চাকরি গেল এক কর্মীর। প্রায় পাঁচ বছর তাঁর বিরুদ্ধে তদন্ত চলার পর অভিযোগের প্রমাণ পাওয়া যাওয়ায় গত বৃহস্পতিবার তাঁকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সরকারি চাকুরে হয়েও সরাসরি প্রোমোটিং ব্যবসায় যুক্ত থাকার অভিযোগ উঠেছিল। সেট প্রমাণ হওয়ায় চাকরি থেকে অপসারণ করা হয়েছে। ‘ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন’-এর পরীক্ষা পাশ করেই ওই ব্যক্তি পশ্চিমবঙ্গ সরকারের চাকরিতে যোগ দিয়েছিলেন। তাই তাঁর চাকরি থেকে অপসারণের কথা ‘পাবলিক সার্ভিস কমিশন’কেও জানিয়ে দেওয়া হয়েছে।

অভিযোগ আসার পর তদন্তে দেখা যায় ওই সরকারি কর্মীর নামে একটি নিজস্ব ট্রেড লাইসেন্স রয়েছে। পাশাপাশি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে জানা যায়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ব্যবসায়িক আর্থিক লেনদেন হয়েছে। ওই ব্যক্তির একটি রেজিস্টার্ড কোম্পানি রয়েছে। এর মারফত তিনি জমি এবং প্রোমোটিং বিষয়ক ব্যবসার সঙ্গে সরাসরি যুক্ত। 

যাবতীয় প্রমাণ হাতে পাওয়ার পর আত্মপক্ষ সমর্থনের জন্য ওই কর্মীকে দুইবার সুযোগ দেওয়া হয়। তবে তাঁর উত্তরে সন্তুষ্ট ছিল না রাজ্য সরকার। তাই পাঁচ বছরের দীর্ঘ তদন্ত শেষে তাঁকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয় দফতর। আসলে যে কোনও ধরনের সরকারি পদে চাকুরে ব্যক্তির পক্ষে ব্যক্তিগত কোনও ব্যবসার সঙ্গে যুক্ত থাকা অপরাধ বলেই বিবেচিত হয়। সেই ক্ষমতা বলেই ওই ব্যক্তিকে অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রশাসনিক ও কর্মিবর্গ দফতরের এক আধিকারিক।  

পড়ুন:  শুরু বৃষ্টি! শক্তিশালী ঘূর্ণিঝড় দানা কী প্রভাব ফেলবে কলকাতা-সহ দক্ষিণের জেলায় জেলায়? যা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments