Homeচাকরির খবরশিক্ষক নিয়োগ: দক্ষিণ দিনাজপুরের সরকারি স্কুলে শিক্ষকতার সুযোগ, কোন কোন বিষয় শূন্যপদ?

শিক্ষক নিয়োগ: দক্ষিণ দিনাজপুরের সরকারি স্কুলে শিক্ষকতার সুযোগ, কোন কোন বিষয় শূন্যপদ?

শিক্ষক নিয়োগ: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। দক্ষিণ দিনাজপুর জেলার সরকারি স্কুলে শিক্ষকতার সুযোগ। সব মিলিয়ে শূন্যপদ রয়েছে তিনটি। ইন্টারভিউয়ের মাধ্যমে মিলবে শিক্ষকতার সুযোগ। এই মর্মে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন।

শূন্যপদ

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অতিথি শিক্ষক নিয়োগ করা হবে জেলার দু’টি গভর্নমেন্ট মডেল স্কুলে। সব মিলিয়ে শূন্যপদ রয়েছে তিনটি। ইতিহাস এবং ভূগোল পড়াতে হবে। 

যোগ্যতা

অতিথি শিক্ষক পদে আবেদনের জন্য প্রার্থীকে কোনও স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক হতে হবে। তাঁদের বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

পড়ুন:  SSC: শিক্ষক নিয়োগে ফের মামলার গেরো, ১৪০৫২ শূন্যপদে নিয়োগ নিয়ে নয়া মামলা সুপ্রিম কোর্টে

আবেদন প্রক্রিয়া 

আবেদনের জন্য দক্ষিণ দিনাজপুর জেলার ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৯ মার্চ বিকেল ৫টা পর্যন্ত। বিস্তারিত জানতে অনুগ্রহ করে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments