নিউজ ডেস্ক: ফেব্রুয়ারি মাস শেষ হয়ে গেল। এই মাসে বেশ কয়েকদিন ছুটি ছিল। মার্চ মাসটি পড়ুয়াদের জন্য হতে চলেছে উৎসবমুখর। জানুয়ারি-ফেব্রুয়ারির পর মার্চ মাসেও আপনি প্ল্যান করে নিতে পারেন বেড়ানোর ছোট্ট ছোট্ট ট্রিপ। কারণ এই মাসে বেশ কয়েকটি ছুটি আছে।
কয়েকটি ছুটির কারণে শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি অফিসগুলি বন্ধ থাকবে একাধিক দিন। যদিও এই দিনগুলি রাজ্য এবং অঞ্চল অনুসারে পরিবর্তিত হবে। হোলিকা দহন-দোলযাত্রা দিয়ে উৎসবের শুরু করে গুড়ি পদওয়া, উগাদি, জামাতুল বিদা এবং ইদ-উল-ফিতরের উদযাপন, এই মাসটিতে বিভিন্ন উৎসব আছে।
তবে বিভিন্ন রাজ্য সরকারের দেওয়া বিজ্ঞপ্তির উপর নির্ভর করে ছুটির তারিখ পরিবর্তিত হতে পারে।
২০২৫ সালের মার্চ মাসের ছুটির তালিকা:
ছুটির দিন তারিখ
হোলি কা দহন মার্চ-১৩
দোলযাত্রা/হোলি মার্চ-১৪
জামাত-উল-বিদা – মার্চ-২৮
চৈত্র শুক্লা দিবস/ গুড়ি পদোয়া/ উগাদি/ চেতি চাঁদ মার্চ-৩০
৩১ শে মার্চ ঈদ-উল-ফিতর
২ মার্চ, প্রথম রবিবার।
৯ মার্চ, দ্বিতীয় রবিবার।
১৬ মার্চ, তৃতীয় রবিবার।
২৩ মার্চ, চতুর্থ রবিবার।
৩০শে মার্চ, পঞ্চম রবিবার।
তবে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে রাজ্যভেদে এবং অঞ্চল ভেদে এই ছুটির দিন পরিবর্তন হতে পারে। এমন পরিস্থিতিতে, আপনার স্কুলের সঙ্গে যোগাযোগ করেই ছুটির দিনগুলি নিশ্চিত করতে ভুলবেন না।