SSC শিক্ষক নিয়োগ: চতুর্থ দফার কাউন্সেলিং করানোর নোটিশ দিয়েছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের চতুর্থ দফা কাউন্সেলিংয়ের সূচি প্রকাশ করল এসএসসি। মঙ্গলবার বিজ্ঞপ্তি প্রকাশ করে এসএসসি জানিয়েছে, ৬ মার্চ সকাল ৯টা থেকে বেলা ২টো পর্যন্ত এই কাউন্সেলিং হবে। কতজন প্রার্থী ডাক পারেন এবং কোন কোন স্কুলে শূন্যপদ আছে তার তালিকা ২৭ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে।
তবে সূত্রের খবর, শ’তিনেক প্রার্থীকে কাউন্সেলিংয়ে ডাকা হাতে পারে। এর আগের দফায় যে শূন্যপদে চাকরিপ্রার্থীরা যোগ দেননি, সেই পদগুলিও এ বারের শূন্যপদে যোগ
করা হবে। ৬ মার্চ হবে কাউন্সেলিং। ২৭ ফেব্রুয়ারি থেকে প্রার্থীরা ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারবেন।
পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের সভাপতি সুশান্ত ঘোষ বলেন, “এখনও প্রায় ১৬০০ জনের কাউন্সেলিং বাকি। কোর্টের নির্দেশে সবাই যেন চাকরি পায় তা নিশ্চিত করতে হবে।”
হিসাব অনুযায়ী তিনটি পর্যায় মোট ১২০৬৮ জন প্রার্থীর কাউন্সেলিং শেষ। তার মধ্যে মোট ২৪- ২৫ % অনুপস্থিত। সুপারিশপত্র নিয়েছেন ৯১৯৪ জন প্রার্থী। আবার তাদের মধ্যেই প্রায় ৫ শতাংশের বেশি প্রার্থী বিদ্যালয়ে যোগ দেয়নি। অপেক্ষমান রয়েছে ১৮৯৮ জন প্রার্থী।
স্কুল সার্ভিস কমিশনের (SSC) আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের তৃতীয় দফার কাউন্সেলিং প্রক্রিয়া আগেই শেষ হয়েছে। তৃতীয় দফার কাউন্সেলিং শেষেও শিক্ষক নিয়োগে অনুপস্থিত ছিলেন বহু চাকরি প্রার্থী। দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিংয়ের পর তৃতীয় পর্যায়ের কাউন্সেলিংও চাকরি প্রার্থীদের এক বড় অংশই অনুপস্থিত ছিলেন। এই অবস্থায় চতুর্থ দফার কাউন্সেলিংয়ের নোটিশ দিল এসএসসি।