নিউজ ডেস্ক: কেন নিয়োগ বন্ধ, এদিন ব্যাখ্যা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকদের মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী। আজ, সোমবার ধন ধান্য স্টেডিয়ামে বৈঠকের আয়োজন করা হয়। সেখানেই ফের নিয়োগ নিয়ে মুখ খুললেন মমতা।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কয়েক লক্ষ ছেলেমেয়ের নিয়োগ বন্ধ হয়ে আছে। কারণ ওবিসি সংরক্ষণ নিয়ে একটা মামলা করা হয়েছে। কিছু দুষ্টু লোক আছে যারা কাজের কাজ করে না। অকাজের কাজ করে। বোঝার ক্ষমতা নেই যে কত নিয়োগ আটকে আছে। একটা মামলা করে দিলেই হল। ইচ্ছা হল মামলা করে দিল আর নিয়োগ আটকে দিল। এরাজ্যে ডাক্তার, নার্স সহ শিক্ষক নিয়োগ চলছে, কিন্তু OBC মামলা সুপ্রিম কোর্টে চলার জন্য নিয়োগ করা যাচ্ছে না।”
শিক্ষক নিয়োগ থেকে শুরু করে ডাক্তার নার্স সহ একাধিক সরকারি চাকরির নিয়োগ OBC মামলার কারণে থমকে আছে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। এই মামলাটি সমাধান করার চেষ্টা করা হচ্ছে বলেও জানালেন তিনি।
ডাক্তারদের বেতন বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর, মাসে ন্যূনতম বাড়ছে ১০ হাজার, সর্বোচ্চ ১৫ হাজার টাকা। রাজ্যের সরকারি হাসপাতালে ইন্টার্ন থেকে শুরু করে পোস্ট ডক্টরেট ট্রেনি পর্যন্ত সর্বস্তরের ডাক্তারদের বেতন বৃদ্ধি করছে রাজ্য সরকার। সোমবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই বেতন বৃদ্ধির আওতায় পড়ছেন ডিপ্লোমাধারী সিনিয়র রেসিডেন্ট, স্নাতকোত্তর স্তরের (পোস্ট গ্র্যাজুয়েট) সিনিয়র রেসিডেন্ট এবং পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্ট ডাক্তারেরা। এ ছাড়া ইন্টার্ন, হাউস স্টাফ, স্নাতকোত্তর স্তরের শিক্ষানবিশ (পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি) চিকিৎসক এবং পোস্ট ডক্টরেট শিক্ষানবিশ ডাক্তারদের বেতন ১০ হাজার টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী সোমবার বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি সর্বস্তরের সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের বেতন ১৫ হাজার টাকা করে আমরা বাড়িয়ে দেব।”